শিরোনাম
◈ মানুষে সংক্রমণ সক্ষম হলে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু: বিজ্ঞানীদের সতর্কবার্তা ◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৭:১১ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনগণকে করোনা থেকে রক্ষায় গণপরিবহন চালু হয়নি : শাজাহান খান

ডেস্ক রিপোর্ট : [২] দেশের জনগণকে করোনাভাইরাস থেকে রক্ষা করার জন্য গণপরিবহন বন্ধ রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাবেক নৌমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

[৩] আজ শনিবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলায় এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। উপজেলার মৌলভী আচমত আলী খান মিলনায়তনে অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি আয়োজন করে পৌর ছাত্রলীগ।

[৪] শাজাহান খান বলেন, ‘ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যক্তিগত গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। একটা প্রাইভেটকার ও মাইক্রোবাসে ইচ্ছা করলেও সিটের বেশি মানুষ বসতে পারে না। গণপরিবহনের মতো যাতায়াত করতে পারে না।’

[৫] এ সময় দেশের জনগণকে করোনাভাইরাস থেকে রক্ষা করার জন্য গণপরিবহন চালু করা হয় নাই বলে মন্তব্য করেন তিনি। আরও বলেন, ‘এতে মধ্যবিত্তদের হয়তো বাড়ি আসতে একটু সমস্যা হবে। তবে তারাই ভালো থাকবে, সুস্থ থাকবে।’

[৬] এই ঈদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করবেন বলেও জানান শাজাহান খান। তিনি বলেন, ‘ঈদে কারও বাড়ি যাবো না। কারণ, আমি-আমরা জানি না কার করোনা আছে আর কার নাই।’

[৭] অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাজনীতিবিদ আ ফ ম ফুয়াদ, মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি খায়রুল হাসান নিটুল খন্দকার, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত জাহান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ আবির, ছাত্র নেতা মো. রিপন হাওলাদার প্রমুখ।আমাদের সময়, যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়