সুজন কৈরী : [২] রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ৭৪ কেজি গাঁজা ও ১৫৫ বোতল ফেন্সিডিলসহ ৬ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৪। সেইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ২ পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
[৩] এছাড়া পৃথক অভিযান চালিয়ে রাজধানীর তেজগাঁওয়ের কাওরানবাজার এলাকা থেকে ১৭ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-২।
[৪] র্যাব-২ এর এএসপি মো. জাহিদ আহসান বলেন, শনিবার সকালে কাওরান বাজারের সিয়াম টাওয়ারের সামনে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক ব্যবসায়ী মো. রনিকে আটক করা হয়। তিনি গাঁজা রাখার বিষয়টি অস্বীকার করলেও তার দুই হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৬টি নীল রংয়ের পলিথিনের প্যাকেট থেকে মোট ১৭ কেজি গাঁজা পাওয়া যায়।
[৫] আটক রনি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, দীর্ঘদিন ধরে ময়মনসিংহ থেকে গাঁজা এনে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করছেন।