শিরোনাম
◈ চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানা গেল ◈ ৩০০ ফিটে অভ্যর্থনা মঞ্চ প্রস্তুতির শেষ পর্যায়ে, নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল ◈ বাংলাদেশবিরোধী বিক্ষোভে কলকাতায় ‘রক্তাক্ত’ ময়ূখ রঞ্জন ◈ এবার ভিসা প্রক্রিয়া আরও সহজ করল চীন ◈ অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ ◈ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় বিধিমালার গেজেট প্রকাশ ◈ দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব ◈ বর্জ্য পোড়ানোর ছবি পাঠান, মাসে সেরা ১০ জন পাবেন পুরস্কার ◈ হাইকমিশনের নিরাপত্তায় দিল্লির আশ্বাসের বাস্তব প্রতিফলন চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ নেতারা দিনে বক্তব্য দিয়ে রাতে আসামি ছাড়াতে তদবির করেন: ইসির সভায় রেঞ্জ ডিআইজি

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ২৪ মে, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৭৯ জন করোনা পজেটিভ, সুস্থ ৫১ জন

সুজন কৈরী : [২] কারোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া অঙ্গীভূত আনসারের প্লাটুন কমান্ডার আ. মজিদের পরিবারকে ৫ লাখ টাকার চেক এবং ঈদ উপহার সামগ্রী দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

[৩] বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা ১২টায় ঢাকা মহানগর (ডিএমএ) কার্যালয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া অঙ্গীভূত আনসার সদস্য আ. মজিদের পরিবারকে ৫ লাখ টাকার চেক এবং ঈদ উপহার সামগ্রী দেয়া হয়। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের পক্ষে ঢাকা রেঞ্জের ভারপ্রাপ্ত উপ-মহাপরিচালক মুহাম্মদ সাজ্জাদুর রহমান এবং ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) ডিএমপি জোনের অধিনায়ক উপ-পরিচালক মো. মইনুল ইসলাম টাকার চেক এবং ঈদ উপহার সামগ্রী মজিদের পরিবারকে হস্তান্তর করেন।

[৩] মারা যাওার আগে আ. মজিদ ডিএমপির গুলশান বিভাগের ভাটারা থানায় কর্মরত ছিলেন। গত ১১ মে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মজিদকে তার গ্রামের বাড়ি বগুড়ার কানুপুরে সরকারী নির্দেশনা মেনে দাফন করা হয়।

[৪] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার পর্যন্ত বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর ১ জন উর্ধ্বতন কর্মকর্তাসহ ২৭৯ জন সদস্য করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৫১ জন সদস্য সুস্থ হয়ে কর্মস্থলে যোগদান করেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ জন। মোট শনাক্তদের মধ্যে ঢাকায় ২৩৮ এবং ঢাকার বাইরে ৪১ জন রয়েছেন। শনাক্তদের মধ্যে বাহিনীর উপ-মহাপরিচালক ১ জন, ৯৮ জন ব্যাটালিয়ন আনসার, ১৮৬ জন অঙ্গীভূত আনসার, ১ জন বিশেষ আনসার, ১ জন সিগন্যাল অপারেটর এবং ১ জন ভিডিপি সদস্য রয়েছেন।

[৫] বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের গৃহীত নানা উদ্যোগের ফলে করোনা শনাক্ত আনসার সদস্যরা দ্রুত সুস্থ হয়ে কর্মস্থলে ফিরছেন জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়