মুসা আহমেদ: [২] করোনা মহামারীর কারণে ধসে পড়েছে বিশ্ব পর্যটন ব্যবসা। এরই ধারাবাহিকতায় করোনায় ক্ষতিগ্রস্ত হয়ে কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে পর্যটন প্যাকেজ সরবরাহকারী প্রতিষ্ঠান লেজার গ্রুপ। প্রায় ২ হাজার ৫০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে যুক্তরাজ্যেভিত্তিক এ প্রতিষ্ঠানটি। রয়টার্স
[৩] শুক্রবার ৫০ বছরের সুনাম ধরে রাখা প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, করোনা মহামারির কারণে প্রতিষ্ঠানটির পার্টনার হোটেল ও রিসোর্ট মালিকরা পর্যটকদের সব ধরনের বুকিং বাতিল করা হয়েছে। তবে সাময়িকভাবে কিছু পর্যটন প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালাচ্ছে।
[৪] প্রতিষ্ঠানটির প্রশাসক স্যাম উডওয়ার্ড বলেন, করোনা মহামারির কারণে পর্যটকরা বেশ কিছু বুকিং বাতিল করে রিফান্ড নিচ্ছে। ফলে খরচ বেড়ে যাচ্ছে। করোনার প্রাদুর্ভাবের সময় প্রতিষ্ঠানের বেশকিছু কর্মীকে প্রাথমিকভাবে বিনাবেতনে ছুটিতে পাঠানো হয়। তাদের মধ্য থেকে ২ হাজার ৪৬০ জন কর্মী ছাঁটাই করা হচ্ছে।
[৫] তিনি বলেন, এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য পরিচালকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। দুর্ভাগ্যক্রমে এ পর্যন্ত ভালো কোন সিদ্ধান্তে উপনীত হতে পারিনি।