আক্তারুজ্জামান : [২] ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে। বিজেপির এক নেতা তাবলীগ জামাতের প্রধান মাওলানা সাদ এর সমালোচনা করার খেসারত গুনতে হল। মাওলানা সাদ এর সমালোচনা করার জন্য ওই নেতাকে কান ধরে উঠবস পর্যন্ত করতে হয়েছে। খবর : বাংলা হান্ট
[৩] প্রাপ্ত খবর অনুযায়ী, গত মঙ্গলবার বিহারের নালন্দা জেলার বিজেপির জনজাতি নেতা অরবিন্দ ঠাকুর তাবলীগ প্রধান মাওলানা সাদকে নিয়ে সমালোচনা করছিলেন, তখন সাদ এর ভক্তরা ওনার দোকানে ঢুকে ভাঙচুর চালায় আর ওনাকে মারধর করে। এরপর তারা আবার ওনার বিরুদ্ধে পঞ্চায়েতে অভিযোগ জানায়।
[৪] ভারতীয় গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পঞ্চায়েত প্রধান ওনাকে কানধরে উঠবস করার ফতোয়া দেয়। পরে প্রধানের উপস্থিতিতে বিজেপির নেতাকে কানধরে উঠবস করতে হয়। শুধু তাই নয়, সেখানে উপস্থিত কয়েকজন সেই ঘটনার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। এই ঘটনার পর বিজেপির নেতা দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
[৫] বিজেপির নেতা অরবিন্দ ঠাকুর জানান, তার গাড়ির মেরামতের দোকান আছে। কিছুদিন আগে তিনি খবরের কাগজ পড়ার সময় দিল্লীর মরকজের প্রধান মাওলানা সাদ এর সমালোচনা করেছিলেন তিনি। এরপর কয়েকজন তার দোকানে ঢুকে ভাঙচুর চালায় আর মারধর করে। এখানেই থেমে না থেকে, অভিযুক্তেরা বিজেপির ওই নেতার বিরুদ্ধে মারধর করার অভিযোগ জানায় পঞ্চায়েতে।
দেখে নিন কান ধরে উঠবস করার ঘটনার ভিডিওটি . . . . . .