রাজু চৌধুরী: [২] (শনিবার) সকাল সাড়ে ৮ টার দিকে মারা যান তিনি। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে দামপাড়া পুলিশ লাইনের নেকাব্বর (৪৫) নামের পুলিশের সদস্যের মৃত্যু হয়।
[৩] তিনি নগরীর হালিশর এলাকায় বসবাস করতেন।
[৪] চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, কেরোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রচন্ড শ্বাসকষ্ট থাকায় গতকাল শুক্রবার আইসিইতে নেয়া হয়েছিল।
[৫] এদিকে, চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮০ জন। এরমধ্যে চট্টগ্রাম মহানগরে ১ হাজার ১২৬ ও উপজেলায় ৩৫৩ জন। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ