শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় পাবলিক ইনস্টিটিউশনের ৪’শ শিক্ষার্থী পেল ঈদ উপহার

গোপালগঞ্জ কোটালীপাড়া প্রতিনিধি : [২] এ শিক্ষা প্রতিষ্ঠানটির এলামনাই এসোসিয়েশন এই ৪’শ শিক্ষার্থীকে ঈদ উপহার স্বরুপ ৫’শ টাকা করে ২লক্ষ টাকা প্রদান করে।

[৩] শনিবার শিক্ষা প্রতিষ্ঠানটির হলরুমে বসে কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশন সহ-সভাপতি ড. অপূর্ব রুদ্র শিক্ষা প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখের হাতে এ ২লক্ষ টাকা তুলে দেন।

হাজী মো: কামাল হোসেন শেখ সামাজিক দূরত্ব বজায় রেখে ৪’শ শিক্ষার্থীর হাতে ঈদ উপহার স্বরুপ ৫’শ টাকা করে তুলে দেন।

[৪] এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সুরেশ দাস, সাবেক ইউপি চেয়ারম্যান হানিফুজ্জামান মিয়া, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক ছাত্র গাজী আলতাফ হোসেন, লিয়াকত আলী লেবু, বাদশা মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

[৫] কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান কবির ও যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ জানান, মহামারি করোনার কারণে অনেক মানুষই কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়া এসব পরিবারের শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষার্থীদের ঈদ উপহার দেয়া। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক এ ধরণের কর্মকাণ্ড আগামীতে চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়