শিরোনাম
◈ এলপিজি আমদানিকারকদের জন্য সহজ হলো ঋণ সুবিধা ◈ জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ◈ নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প ◈ গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা ◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় পাবলিক ইনস্টিটিউশনের ৪’শ শিক্ষার্থী পেল ঈদ উপহার

গোপালগঞ্জ কোটালীপাড়া প্রতিনিধি : [২] এ শিক্ষা প্রতিষ্ঠানটির এলামনাই এসোসিয়েশন এই ৪’শ শিক্ষার্থীকে ঈদ উপহার স্বরুপ ৫’শ টাকা করে ২লক্ষ টাকা প্রদান করে।

[৩] শনিবার শিক্ষা প্রতিষ্ঠানটির হলরুমে বসে কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশন সহ-সভাপতি ড. অপূর্ব রুদ্র শিক্ষা প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখের হাতে এ ২লক্ষ টাকা তুলে দেন।

হাজী মো: কামাল হোসেন শেখ সামাজিক দূরত্ব বজায় রেখে ৪’শ শিক্ষার্থীর হাতে ঈদ উপহার স্বরুপ ৫’শ টাকা করে তুলে দেন।

[৪] এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সুরেশ দাস, সাবেক ইউপি চেয়ারম্যান হানিফুজ্জামান মিয়া, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক ছাত্র গাজী আলতাফ হোসেন, লিয়াকত আলী লেবু, বাদশা মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

[৫] কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান কবির ও যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ জানান, মহামারি করোনার কারণে অনেক মানুষই কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়া এসব পরিবারের শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষার্থীদের ঈদ উপহার দেয়া। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক এ ধরণের কর্মকাণ্ড আগামীতে চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়