শিরোনাম
◈ ১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব ◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারত ◈ বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল ◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ ◈ শরিয়াহ আইনের দিকে যাবে না জামায়াত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল? ◈ রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী ◈ মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরাইলের নেতাদের ফোন করলেন পুতিন ◈ ঋণ কেলেঙ্কারি: ক্ষতির বোঝা সাধারণ আমানতকারীর ঘাড়ে ◈ ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার ◈ ২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট পর্তুগিজ তারকা রোনাল‌দো

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় পাবলিক ইনস্টিটিউশনের ৪’শ শিক্ষার্থী পেল ঈদ উপহার

গোপালগঞ্জ কোটালীপাড়া প্রতিনিধি : [২] এ শিক্ষা প্রতিষ্ঠানটির এলামনাই এসোসিয়েশন এই ৪’শ শিক্ষার্থীকে ঈদ উপহার স্বরুপ ৫’শ টাকা করে ২লক্ষ টাকা প্রদান করে।

[৩] শনিবার শিক্ষা প্রতিষ্ঠানটির হলরুমে বসে কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশন সহ-সভাপতি ড. অপূর্ব রুদ্র শিক্ষা প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখের হাতে এ ২লক্ষ টাকা তুলে দেন।

হাজী মো: কামাল হোসেন শেখ সামাজিক দূরত্ব বজায় রেখে ৪’শ শিক্ষার্থীর হাতে ঈদ উপহার স্বরুপ ৫’শ টাকা করে তুলে দেন।

[৪] এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সুরেশ দাস, সাবেক ইউপি চেয়ারম্যান হানিফুজ্জামান মিয়া, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক ছাত্র গাজী আলতাফ হোসেন, লিয়াকত আলী লেবু, বাদশা মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

[৫] কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান কবির ও যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ জানান, মহামারি করোনার কারণে অনেক মানুষই কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়া এসব পরিবারের শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষার্থীদের ঈদ উপহার দেয়া। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক এ ধরণের কর্মকাণ্ড আগামীতে চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়