শিরোনাম
◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৪:১৮ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজস্ব আদায়ের বড় চ্যালেঞ্জে এনবিআর

মো. আখতারুজ্জামান : [২] করোনাভাইরাস প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে দেশের ব্যবসা বাণিজ্যসহ পুরো অর্থনীতি। ফলে খারাপ অবস্থার মধ্যে পড়েছে মূল্য সংযোজন কর আদায়। দীর্ঘদিন থেকে ব্যবসা বন্ধ থাকায় অনেক ব্যবসায়ীর কর বকেয়া পড়েছে। এ সব বকেয়া কর আদায়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

[৩] এনবিআর সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ পর্যন্ত মূসক আদায়ের হার ছিল গত অর্থবছরের এ সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি। এপ্রিলে এসে তা গত অর্থবছরের তুলনায় ২০ শতাংশ কম আদায় হয়েছে।

[৪] বর্তমান পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে এনবিআর। করোনাভাইরাসের কারণে চলতি বছরের মার্চ-মে এ তিন মাসে অনেক করদাতার কর বকেয়া পড়ে যায়। এসব বকেয়া কর আদায়কে জোরদার করতে ১৯ মে এনবিআরের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। যেসব করদাতার বকেয়া কর ৫ লাখ টাকা বা তার বেশি তাদের তালিকা করে দ্রুত জমা দিতে কর কমিশনারদের বলা হয়েছে।

[৫] এছাড়া এনবিআরের বিশেষ নির্দেশনায় ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে গত ১৫ মে শুক্রবার ভ্যাটের সব সার্কেল অফিস খোলা রাখা হয়েছিলো।

[৬] করোনার এই পরিস্থিতিতে বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার ওপর গুরুত্বা দিয়েছে এনবিআর। এ বিষয়ে এক চিঠিতে বলা হয়, মূসকের লক্ষ্য অর্জনে বেশি রাজস্ব আদায় হয় এমন খাতকে বেশি গুরুত্ব দিতে হবে। এর মধ্যে রয়েছে, সুপারশপ, মোবাইল ব্যাংকিং, বিকাশ, সিগারেট, ইন্টারনেট, ওষুধ খাত। এসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ নিবিড় করতে হবে।

[৭] জানা যায়, রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা এক লাখ আট হাজার ৬০০ কোটি টাকার বিপরীতে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৬৭ হাজার ৭৬৯ কোটি ৭৬ লাখ টাকা আদায় হয়েছে। আগের বছরে এ সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৮৭ হাজার ১৭৫ কোটি ৭৭ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়