শিরোনাম
◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ২১ মে, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহামারি করোনায় আমিরাত প্রবাসীদের ঈদে নেই কোনো আগাম প্রস্তুতি

সাকিল আহমেদ : [২] আর মাত্র ক'এক প্রহর, আরবি ক্যালেন্ডারের মাত্র এক দিন পর ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি ঈদুল ফিতর।
আর এই ঈদকে সামনে রেখে প্রবাসীদের চোখে মুখে আতঙ্ক বিরাজ করছে। ঈদে । নেই ঈদের আগ্রীম শুভেচ্ছা বার্তা, মোবাইল মেসেনজারে টেক্সশূন্য হয়ে পরেছে। প্রিয়তমার কাছে মধুর বার্তা পরিবর্তে দোয়া প্রার্থনা চাইছেন প্রবাসীরা ।

[৩] মধ্যপ্রাচ্যে শুক্রবার ২৪ এপ্রিল প্রথম রোজা শুরুর আগ থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মারাত্মক প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড ১৯) আতঙ্কে আছেন বাংলাদেশি প্রবাসীরা।
অনেকে চাকরি হারিয়ে অসহায়ত্ব জীবন যাপন করছেন।ব্যবসায় লোকসান ও কর্মহীন হয়ে পড়ার কারণে পরিবারের চাহিদ পূরণ করেতে হিমশিম খেতে হচ্ছে।

[৪] আমিরাতে মানি এক্সচেঞ্জগুলোতে গ্রাহক ৪০% নেমে এসেছে। যা কয়টি শপিংমল খোলা আছে তাও ক্রেতা জনশূন্য। বিগত বছরের তুলনায় ক্রেতা ও দর্শনার্থী নেই বলে জানান দোকানীরা।

[৫] করোনা আতঙ্কে সন্তানদের চাহিদার স্বার্থে অনেকে অনলাইন শপিংমল থেকে সামান্য কেনাকাটা সেরেছেন। তবে কিছু কিছু অনলাইন শপিংমলে অর্ডার করেও কাংখিত রুচিসম্মত পোশাক মিলছে না অভিযোগ করেন ভুক্তভোগীরা।

[৬] বাংলাদেশ কমিউনিটির পরিবারের সদস্যদের সাথে ফোনালাপে বলেন, আমরা এবারের রমজানে ঘরমুখো জীবন যাপন করছি। ইফতার দাওয়াত থাকা সত্ত্বেও করোনা আতঙ্কে অংশগ্রহণ করিনি। ইচ্ছা থাকা সত্ত্বেও ঈদে জন্য কাঙ্ক্ষিত পণ্য শপিংমলে গিয়ে ক্রয় করতে পারছিনা।
তারা আরো বলেন, বর্তমানে কমিউনিটির অনেক নেতৃবৃন্দ কোভিড ১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভাইরাসের সাথে লড়াই করে যাচ্ছে। ইতোমধ্যে বেশকিছু সহকর্মীকে হারিয়েছি।

[৭] এদিকে গত বুধবার আমিরাতে সরকার জীবাণুনাশক স্প্রে কর্মসূচির সময় রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত নির্ধারণ করেছেন। দেশটির শিল্প অঞ্চলে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত নির্ধারণ করার ইফতারের পর বের হওয়ার সুযোগ নেই। দেশটিতে বসবাসরত সকল নাগরিকদের বাহিরে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।সরকারি বিধিনিষেধ রয়েছে ঈদ আড্ডা বা জনসমাগমের ওপর আইন অমান্য করলে গুণতে হবে মোটা অংকের জরিমানার।

[৮] এই বিষয়ে বাংলাদেশ কমিটির নেতা প্রকৌশলী নওশের আলী "সকলকে আমিরাত সরকারের বিধি নিষেধ মেনে চলার অনুরোধ করেন।এই ঈদের সময় অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে সামার্থ অনুযায়ী অসহায় প্রবাসীদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়