শিরোনাম

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০৫:১৩ সকাল
আপডেট : ২১ মে, ২০২০, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরণখোলায় আরো দুইজন করোনা রোগী সনাক্ত

নইন আবু নাঈম, শরণখোলা, বাগেরহাটঃ [২] বাগেরহাটের শরণখোলায় আরো দুইজন করোনা রোগী সনাক্ত হয়েছে। এরা হলেন উপজেলার কদমতলা গ্রামের অলিউর রহমান (৩০) এবং রাজৈর গ্রামের আসাদুল হাওলাদার (৩৮)। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। আসাদুল এর আগে সনাক্ত হওয়া আ. হাকিমের শ্যালক।

[৩] উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, বুধবার বিকেলে ওই দুইজনে রিপোর্ট শরণখোলা এসে পৌছালে আক্রান্তদের আইসোলেশনে নেয়া হয়। তিনি জানান, রায়েন্দা বাজারের শিহাব গার্মেন্টের মালিক আ. হাকিম আক্রান্ত হওয়ার পর তার শ্যালক আসাদুল পরীক্ষা স্যাম্পল দিয়ে যান। এছাড়া অলিউর রহমান ৪-৫দিন আগে চট্টগ্রাম থেকে এসে স্যাম্পল দেন।

[৪] ওই স্যাম্পল খুলনা মেডিক্যাল কলেজ হাসপালে পরীক্ষার পর তাদের দুইজনের করোনা পজেটিভ আসে। এদের সংস্পর্শে যারা এসেছে তাদের খুঁজে বের করে নমুনা পরীক্ষা করা ও কোয়ারেন্টাইন নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়