মাসুদ আলম : [২] করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরা-ফেরা নিয়ন্ত্রণ করতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
[৩] এ সময় রমনা বিভাগে ৩টি দোকানে ৪ হাজার ৫০০ টাকা ও ১৪ জন মোটরসাইকেল চালককে ৪ হাজার ৪০০ টাকা, মতিঝিল বিভাগে ৫টি দোকানে ১১ হাজার ৫০০ টাকা, ওয়ারী বিভাগে ৪টি দোকানে ২ হাজার টাকা, তেজগাঁও বিভাগে ১২টি দোকানে ১৪ হাজার ৫০০ টাকা, মিরপুর বিভাগে ৩টি দোকানে ৪ হাজার টাকা, গুলশান বিভাগে ৭টি দোকান ও ৩ জন পথচারীকে ২৫ হাজার টাকা এবং উত্তরা বিভাগে ৪টি দোকানে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
[৪] ৫৫টি মামলায় ১৪টি মোটরযানসহ ৩৮টি দোকান ও ৩ জনের বিরুদ্ধে ৭৩ হাজার ৯০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।