শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৭:৪৮ সকাল
আপডেট : ১৮ মে, ২০২০, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিভি নাটকের শুটিং শুরুর সিদ্ধান্ত স্থগিত

ডেস্ক রিপোর্ট : [২] অনির্দিষ্টকালের জন্য আবারও টেলিভিশন নাটকের সকল শুটিং স্থগিত করা হয়েছে। টেলিভিশন নাটকের শুটিং শুরুর ঘোষণার পরদিনই করোনা পরিস্থিতির কারণে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়া হলো।

[৩] রবিবারর টেলিভিশন নাটকের সঙ্গে জড়িত আন্তঃসংগঠনগুলোর এক নোটিশে এই সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানানো হয়। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] নাসিম বলেন, করোনাকালে সরকারি সিদ্ধান্তের সাথে সমন্বয় করে আবার শুটিং চালু করা হবে। এরই মধ্যে যারা শুটিং শুরু করেছেন, তাদেরকে শুটিং দ্রুত শেষ করার অনুরোধ করেছেন নাসিম।

[৫] আন্তঃসংগঠনের নোটিশে বলা হয়, আমরা বর্তমান সময়ে শুটিং কার্যক্রম শুরু করার বিপক্ষে। যেহেতু সরকার দোকানপাট সীমিত আকারে চালু এবং লকডাউন শিথিল করায় আমরাও সাময়িক শিথিলতার পক্ষে অবস্থান নিয়েছিলাম।

[৬] কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করায় আন্তঃসংগঠন তাদের স্ব স্ব সংগঠন সমূহের সদস্যদের মতামত ও জোরালো দাবির প্রেক্ষিতে অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।

[৭] নোটিশে আরও বলা হয়, দেশের স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, আবুল হায়াত এবং বিশিষ্ট অভিনেত্রী, সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাসহ সংগঠন সমূহের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ বর্তমান পরিস্থিতি বিবেচনায় শুটিং কার্যক্রম স্থগিত রাখার জন্য আহ্বান জানিয়েছেন।

[৮] এ প্রেক্ষিতে টেলিভিশন নাটক সংশ্লিষ্ট আন্ত সংগঠন আজ বিকেলে এক জরুরি সভায় মিলিত হয়ে সকলের মতামতের যৌক্তিকতা পর্যালোচনা করে সব ধরনের শুটিং কার্যক্রম স্থগিত রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন।

[৯] ইতোমধ্যে যারা শুটিং শুরু করেছেন তাদের দ্রুততম সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়।দেশ রূপান্তর, বিডি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়