শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৮:৫০ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি সহায়তার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৮ লাখ মোবাইল নাম্বার, তবে তারাও টাকা পাবেন

সালেহ্ বিপ্লব : [২] দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এ কথা জানিয়ে বলেন, নতুন তালিকা করা হচ্ছে।

[৩] দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ এসেছে। অনেক জায়গায় সরকারের বিভিন্ন সুবিধাভোগকারী ও স্বচ্ছল ব্যক্তির নামও রয়েছে তালিকায়। প্রণোদনার টাকা পাঠানোর জন্য তালিকায় একই মোবাইল নম্বর একাধিকবার দেয়ার বিষয়টি ইচ্ছাকৃত হয়ে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

[৪] প্রাপ্ত তথ্যমতে, হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে সহায়তার তালিকায় রয়েছেন ১ হাজার ১৭৬ জন। খসড়া তালিকায় ৩শ’ জনের নামের বিপরীতে পাওয়া গেছে মাত্র ৪টি মোবাইল নম্বর। ১০/১২ জন করে নাম ব্যবহার করা হয়েছে আরো কিছু মোবাইল নম্বারে।

[৫] বাগেরহাটের শরণখোলায় ৪০ জন মানুষের নামের পাশে নিজের মোবাইল নম্বর জুড়ে দিয়েছেন খোন্তাকাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাকিব হাসান।। তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

[৬] তবে এই বিপাকে পড়ে যাদের নাম বাদ পড়েছে, তাদের বরাদ্দ বাদ যাবে না।

[৭] দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল গণমাধ্যমকে বলেন, ‘ডাটা কালেকশনের ফরমে মোবাইল নম্বরের অপশন রয়েছে। গ্রামের গরিব মানুষ সবার তো মোবাইল নম্বর নেই। স্থানীয়ভাবে একই নম্বর বার বার ব্যবহার করে এই তথ্য সার্ভারে আপলোড করা হয়েছে। এখন নতুন করে এনআইডির সঙ্গে মিলিয়ে নতুন মোবাইল নম্বরে অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়