শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৮:৫০ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি সহায়তার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৮ লাখ মোবাইল নাম্বার, তবে তারাও টাকা পাবেন

সালেহ্ বিপ্লব : [২] দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এ কথা জানিয়ে বলেন, নতুন তালিকা করা হচ্ছে।

[৩] দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ এসেছে। অনেক জায়গায় সরকারের বিভিন্ন সুবিধাভোগকারী ও স্বচ্ছল ব্যক্তির নামও রয়েছে তালিকায়। প্রণোদনার টাকা পাঠানোর জন্য তালিকায় একই মোবাইল নম্বর একাধিকবার দেয়ার বিষয়টি ইচ্ছাকৃত হয়ে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

[৪] প্রাপ্ত তথ্যমতে, হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে সহায়তার তালিকায় রয়েছেন ১ হাজার ১৭৬ জন। খসড়া তালিকায় ৩শ’ জনের নামের বিপরীতে পাওয়া গেছে মাত্র ৪টি মোবাইল নম্বর। ১০/১২ জন করে নাম ব্যবহার করা হয়েছে আরো কিছু মোবাইল নম্বারে।

[৫] বাগেরহাটের শরণখোলায় ৪০ জন মানুষের নামের পাশে নিজের মোবাইল নম্বর জুড়ে দিয়েছেন খোন্তাকাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাকিব হাসান।। তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

[৬] তবে এই বিপাকে পড়ে যাদের নাম বাদ পড়েছে, তাদের বরাদ্দ বাদ যাবে না।

[৭] দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল গণমাধ্যমকে বলেন, ‘ডাটা কালেকশনের ফরমে মোবাইল নম্বরের অপশন রয়েছে। গ্রামের গরিব মানুষ সবার তো মোবাইল নম্বর নেই। স্থানীয়ভাবে একই নম্বর বার বার ব্যবহার করে এই তথ্য সার্ভারে আপলোড করা হয়েছে। এখন নতুন করে এনআইডির সঙ্গে মিলিয়ে নতুন মোবাইল নম্বরে অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়