শিরোনাম
◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৫:১১ সকাল
আপডেট : ১৫ মে, ২০২০, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজা রেখেই সুস্থ থাকুন

ডা. মো. ছায়েদুল হক : রোজা রাখার মধ্য দিয়ে মানুষের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসে। এর সঙ্গে খাপ খাওয়াতে কিছু নিয়ম মেনে চলতে হয়।

সেহরিতে খাবার-দাবার : দিনের শুরু হয় সেহরি খাওয়ার মধ্য দিয়ে। সেহরির খাদ্যতালিকায় প্রোটিনসমৃদ্ধ, আঁশযুক্ত, সুষম, দ্রুত হজম হয়ে যায়, এমন খাবারই রাখা উত্তম। একই সঙ্গে পান করতে হবে বেশি বেশি পানি। সেহরিতে আঁশযুক্ত খাবার, যেমন-গম বা গম থেকে তৈরি খাবার, রুটি, শাকসবজি, ফল, বাদাম ইত্যাদি খেতে হবে।

সুষম খাবারের মধ্যে ফলমূল, শাকসবজি, কম চর্বিযুক্ত মাংস বা মাছ, ভাত বা রুটি, দুধ ও দুগ্ধজাত খাবার, ডিম ইত্যাদি খেতে হবে। সম্পূর্ণ ও পুষ্টিগুণে ভরপুর সেহরির খাদ্যতালিকায় রাখতে পারেন সিদ্ধ ডিম-১টি, কমলা বা কলা-১টি, রুটি দুটি বা ভাত ১ কাপের মতো, শাকসবজি এবং পান করতে পারেন এক গ্লাস লো ফ্যাট মিল্ক।

সেহরিতে এড়িয়ে চলবেন যা : ভাজাপোড়া, অতিরিক্ত চিনি ও চর্বিযুক্ত খাবার, মাত্রাতিরিক্ত খাদ্য গ্রহণ ও অতিরিক্ত চা বা কফি। ধূমপান বর্জনের চেষ্টা করুন।

ইফতারে যা খাবেন : ইফতারে রাখতে পারেন খেজুর। সারা দিনের দুর্বলতা দূর করতে এবং শরীর সুস্থ ও সবল রাখতে খেজুরের জুড়ি নেই। পান করতে হবে পরিমাণমতো পানি। কিছু খেজুর খেয়ে পরিমাণমতো পানি পান করে নিন। ইফতারে রাখতে পারেন টাটকা সবজিতে ভরা এক বাটি উষ্ণ স্যুপ। এটি একদিকে যেমন পানির অভাব পূরণ করবে, তেমনি খাওয়ার আগ্রহ তৈরি করে পাকস্থলী রাখবে সুস্থ। এ সময় সালাদ খাওয়া ভালো। অর্থাৎ খেজুর, পানি, স্যুপ ও সালাদ দিয়ে শুরু করুন ইফতার। এরপর পছন্দমতো খাবার খেতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়