শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৮:৩৫ সকাল
আপডেট : ১৫ মে, ২০২০, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীর বাহারছড়ার ২ হত্যাকান্ডের মামলা আটক ২

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: [২] বাঁশখালীর বাহারছড়া ইলশা গ্রামের ২ হত্যাকান্ডের মামলায় ২ জনকে আটক করেছে । অপরদিকে নিহত খালেদ বিন ওয়ালিদ (২৫) এর লাশ যে মসজিদ থেকে তারাবি নামাজ পড়ে বাহিরে এসে গুলিবিদ্ধ হয় বাড়ি সংলগ্ন সে মসজিদে বুধবার বিকালে তাকে দাফন করা হয়। আর একই ঘটনায় অপর পটিয়া বড় মাদ্রাসার ছাত্র আবু সালেকের পুত্র হাফেজ মোহাম্মদ ইব্রাহিম (২১) বুধবার বিকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। বৃহস্পতিবার বিকালে হাফেজ মোহাম্মদ ইব্রাহিম কে একই মসজিদে দাফন করা হয়।

[৩] জানাযা কালে শত শত জনতা নিরপরাধ দুই হাফেজ খুনের ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি ও আসামীদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। মৃত্যুবরনকারীর স্বজনদের দাবী বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রাম। এক সময়কার শান্ত ও সুন্দর পরিবেশে গড়ে উঠে এলাকাটি অশান্ত হয়ে উঠে ইটভাটা স্থাপনের পর। এখানে দুই ইটভাটা ব্যবসায়ী পূর্ব ইলশা গ্রামের মৃত মোহাম্মদ মিয়া চৌধুরীর পুত্র ব্যবসায়ী জয়নাল আবেদীন ঝুন্টুর সাথে সমাজের আধিপত্য বিস্তার নিয়ে একই এলাকার দলিলুর রহমানের পুত্র নুরুল আবছারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ এবং আধিপত্য বিস্তার নিয়ে এ সব ঘটনা হয়ে চলছে এলাকাবাসী জানান। প্রতিনিয়ত অস্ত্রবাজি দাঙ্গা হাঙ্গামা এলাকার পরিবেশকে করে তুলেছে অশান্ত। আর আধাঁ কিলোমিটারের ব্যবধানে ফসলী জমি ও বসত বাড়ির অভ্যান্তরে গড়ে উঠে ৪টি ইট ভাটা। এ সব অবৈধ ইটভাটা গুলো গুটিয়ে দেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে নির্দেশ দেওয়া হলেও অদৃশ্য কারনে তা করা হচ্ছে না। এদিকে ২ হত্যাকান্ডের ঘটনায় জয়নাল আবেদীন ঝুন্টুর বাদী হয়ে ২৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলায় প্রতিপক্ষের নুরুল আবছারকে প্রধান আসামী করে ।

[৪] এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম মজুমদার বলেন বাহারছড়া ইলশা গ্রামের ঘটনায় নিহত হাফেজ খালেদ বিন ওয়ালিদ বুধবার রাতে অপর নিহত মোহাম্মদ ইব্রাহিম এর লাশ বৃহস্পতিবার বিকালে দাফন করা হয়েছে। এ ঘটনায় ২জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে আর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে বলে তিনি জানান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়