শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৯:০৮ সকাল
আপডেট : ১৪ মে, ২০২০, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আর্থিক সংকট এড়াতে বিদেশি কোচদের বেতন কর্তনের চিন্তা করছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : [২] করোনা মহামারীর কারণে খেলাধুলা বন্ধ মাস দুয়েকের কাছাকাছি। বোর্ডের অন্যান্য স্টাফদের মত বাংলাদেশ দলের বিদেশি কোচরাও অনির্দিষ্টকালের ছুটিতে আছেন। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজই তাদের সর্বশেষ অ্যাসাইনমেন্ট ছিল। ঐ সিরিজের পর থেকে সবাই যার যার দেশে আছেন।

[৩] খেলা বন্ধ থাকায় সব বোর্ডই নিজেদের স্টাফদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। একই পথে হাঁটার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

[৪] বাংলাদেশ দলের কোচিং স্টাফে বিদেশি হিসেবে আছেন- প্রধান কোচ দক্ষিণ আফ্রিকান রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ ক্যারিবিয়ান ওটিস গিবসন ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ রায়ান কুক। এদের মধ্যে ভেট্টরি, ম্যাকেঞ্জি আর কুক দৈনিক এবং ডোমিঙ্গো, গিবসন ও জুলিয়ান বার্ষিক বেতনের চুক্তিতে আছেন।

[৫] ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজকে’ বিসিবি পরিচালক আকরাম খান এমনটা জানিয়েছেন, সবকিছু স্বাভাবিক হলে কোচদের চুক্তি নিয়ে আমাদের বসতে হবে। কারণ যদি ৫-৬ মাস আমরা আয় ছাড়া পার করি তবে দু’পক্ষেরই স্বার্থ রক্ষা হয় এমন বিষয়গুলো নিয়ে ভাবতে হবে।’

[৬] ড্যানিয়েল ভেট্টোরির সাথে বিসিবির চুক্তি বড় অঙ্কের অর্থের। এই কিউই কাজ করবেন ১০০ দিন, প্রতিদিন কাজ করার বিনিময়ে নিবেন ২৫০০ মার্কিন ডলার। তবে দিন গুনে কাজ করেন বলে ভেট্টোরির চুক্তির সাথে করোনা পরিস্থিতি খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন বোর্ডের এই পরিচালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়