শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ মে, ২০২০, ১২:২৩ দুপুর
আপডেট : ১১ মে, ২০২০, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের কারণে পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হচ্ছে : ডা. মেখলা সরকার

মিনহাজুল আবেদীন : [২] রোববার ডিবিসি টিভির টকশোতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এ সহযোগী অধ্যাপক বলেন, করোনাভাইরাসের ফলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। মানুষ সর্বদা আতঙ্কের মধ্যে রয়েছে। সংসারে সব সময় ঝগড়া-বিবাদ লাগছে। মানসিক সমস্যা তৈরি হচ্ছে। অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে।

[৩] ডা. মেখলা সরকার বলেন, বাসায় বসে থেকে বাড়তি দুশ্চিন্তা করার ফলে মানসিক চাপ বেড়ে যাচ্ছে। ফলে মানসিক সমস্যা তৈরি হচ্ছে।

[৪] এ অধ্যাপক বলেন, বর্তমান নার্সদের কাজের চাপটা বেড়ে গেছে। তাদের জীবনও সংকটের মধ্যে রয়েছে।

[৫] তার পরামর্শ, এ মুহুর্তে যারা টিম ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছেন, তাদেরকে আরও সক্রিয় হতে হবে। ডাক্তার এবং নার্সসহ সবাইকে কাজে উৎসাহ দিতে হবে। মনকে শক্ত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, হাসপাতালগুলোর ঊর্ধতন কর্মকর্তাদের মাঝে মধ্যে ফোন করে কর্মচারীদের খোঁজখবর নিতে হবে। সেটা হতে পারে মেসেঞ্জার, জুম বা হোয়াটস অ্যাপের মাধ্যমে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কেও উদ্যোগ নিতে হবে।

[৬] তিনি বলেন, এখন শিশুদের প্রতি বাবা-মার বেশি যত্নশীল হতে হবে। পড়াশোনার প্রতি নজর দিতে হবে। কোনো প্রকার অবহেলা করা যাবে না। যাতে স্কুল খুললে তাদের কোনো ধরনের সমস্যা না হয়। বাচ্চাকে সব সময় রুটিনের মধ্যে রাখতে হবে। তাকে বিভিন্নভাবে উৎসাহ দিতে হবে। স্বাভাবিক শাসনের মধ্যেও রাখতে হবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়