শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১১ মে, ২০২০, ১২:২৩ দুপুর
আপডেট : ১১ মে, ২০২০, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের কারণে পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হচ্ছে : ডা. মেখলা সরকার

মিনহাজুল আবেদীন : [২] রোববার ডিবিসি টিভির টকশোতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এ সহযোগী অধ্যাপক বলেন, করোনাভাইরাসের ফলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। মানুষ সর্বদা আতঙ্কের মধ্যে রয়েছে। সংসারে সব সময় ঝগড়া-বিবাদ লাগছে। মানসিক সমস্যা তৈরি হচ্ছে। অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে।

[৩] ডা. মেখলা সরকার বলেন, বাসায় বসে থেকে বাড়তি দুশ্চিন্তা করার ফলে মানসিক চাপ বেড়ে যাচ্ছে। ফলে মানসিক সমস্যা তৈরি হচ্ছে।

[৪] এ অধ্যাপক বলেন, বর্তমান নার্সদের কাজের চাপটা বেড়ে গেছে। তাদের জীবনও সংকটের মধ্যে রয়েছে।

[৫] তার পরামর্শ, এ মুহুর্তে যারা টিম ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছেন, তাদেরকে আরও সক্রিয় হতে হবে। ডাক্তার এবং নার্সসহ সবাইকে কাজে উৎসাহ দিতে হবে। মনকে শক্ত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, হাসপাতালগুলোর ঊর্ধতন কর্মকর্তাদের মাঝে মধ্যে ফোন করে কর্মচারীদের খোঁজখবর নিতে হবে। সেটা হতে পারে মেসেঞ্জার, জুম বা হোয়াটস অ্যাপের মাধ্যমে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কেও উদ্যোগ নিতে হবে।

[৬] তিনি বলেন, এখন শিশুদের প্রতি বাবা-মার বেশি যত্নশীল হতে হবে। পড়াশোনার প্রতি নজর দিতে হবে। কোনো প্রকার অবহেলা করা যাবে না। যাতে স্কুল খুললে তাদের কোনো ধরনের সমস্যা না হয়। বাচ্চাকে সব সময় রুটিনের মধ্যে রাখতে হবে। তাকে বিভিন্নভাবে উৎসাহ দিতে হবে। স্বাভাবিক শাসনের মধ্যেও রাখতে হবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়