শিরোনাম
◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুস্তাফিজুর রহমানকে শোকজ

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৬:৫৪ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দিতে ভ্রাম্যমাণ ডক্টর কর্ণারের উদ্বোধন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান

এইচএম দিদার : [২]"পরের কারণে স্বার্থ দিয়া বলি/এ জীবন মন সকলি দাও/তার মত সুখ কোথাও কি আছে?/আপনার কথা ভুলিয়া যাও/পরের কারণে মরণেও সুখ/সুখ সুখ করি কেঁদো না আর/যতই কাঁদিবে ততই ভাবিবে/ততই বাড়িবে হৃদয়-ভার/আপনারে লয়ে বিব্রত রহিতে/আসে নাই কেহ অবনী পরে/সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।"

[৩]শুরুতে কামিনী রায়ের কবিতা!
কবিতার চয়নের সাথে দাউদকান্দি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলীর জীবনের রং একটুটা নয় হয়তো পুরোই মিশে গেছে সম্প্রতি । বৈশ্বিক মহামারি করোনায় নাস্তানাবুদ গোটা বিশ্ব। যেনো অদ্ভুত এক কালো আঁধার গ্রাস করে নিলো এ জগতকে।

[৪]তবুও কিছু যোদ্ধা অদৃশ্য এক ক্ষদ্রতর থেকে অতি ক্ষুদ্র এ ভাইরাসসের সাথে কুটকৌশলে স্বজীবনের মায়া, পরিবার পরিজনের মায়া ত্যাগ করে চালিয়ে যাচ্ছে যুদ্ধ।

[৫]এ যুদ্ধ নতুন এক মানবতাবাদের যুদ্ধ।নতুন পৃথিবী গড়ার যুদ্ধে। একেক একটি প্রাণ বাঁচাতে জীবন বাঁচাতে আজ প্রায় ৬ মাস হলো এ যুদ্ধ চলছে বিশ্বজুড়ে।

[৬]জয়-পরাজয় মাড়িয়ে মানবতার এ যুদ্ধে বাংলাদেশ আজ প্রায় ২মাসের মতো চলছে যুদ্ধে অবতীর্ণ হওয়ার সময়। থেমে নেই এ দেশের মানবতার ফেরিওয়ালারা! আয়েশি জীবনযাপন এর সয্যা ত্যাগ করে কেউ কেউ অস্রপাতহীন এ অসমর যুদ্ধে সম্মুখপানের যোদ্ধার খেতাবও পেয়েছে।

[৭]বলছি তেমনি একজন মানবতাবাদী জনপ্রতিনিধি দাউদকান্দি উপজেলা পরিষদ এর সুযোগ্য চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর কথা।

[৮]তিনি আজ জনপদদের মানবতার বরপুত্র। হয়েছেন ছোট গল্প থেকে বড় গল্পের ইতিহাস।করোনার আপদকালীন সময়ে ঘরে বসে নেই তিনি।
ছুটে চলছেন মানবসেবায় গোটা উপজেলার একপ্রান্ত থেকে আরেক প্রান্তে।

[৯]জনপদের আমজনতা তাকে তকমা দিয়েছেন" মানবতার ফেরিওয়ালা "। কাজে ও মানবসেবায় বিশ্বাসি এ জনপ্রতিনিধি দিনরাত জীবনের মায়া ভুলে,সংসারের মায়া ভুলে আজ ২ মাস জনতার সাথে মিলেমিশে একাকার। জনপ্রতিনিধির এ দরদ।মমতা।মায়া।ভালোবাসায় কথা তার এলাকার আমজনতার মুখে মুখে রটছে।শুভিত হচ্ছে তার প্রসংশার জয়গান। তিনি ছিলেন সাবেক চৌকস সেনা কর্মকর্তা। অবসরে যাওয়ার পরেও তার সেই আগের গতিতে দেশ ও মানুষের প্রতি মমত্ব রয়েছে একজন জাগ্রত দেশ প্রেমিকের মতো। তার বিশ্বাস মানব প্রেমেই দেশ প্রেম।মানব প্রেমেই আল্লাহ প্রাপ্তির পথ।তাই তিনি উদার হৃদয়ে বুকের ভালোবাসা উজার করে ঝাপিয়ে পরেন মানুষের কল্যাণে।

[১০]আজ তিনি দাউদকান্দিতে করোনায় ভ্রাম্যমাণ সেবা দিতে "একটি ডক্টর সেন্টার" নির্মাণের উদ্বোধন করেন এসময় সাথে ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি মো. সোহেল রানা ও মালদ্বীপস্থ ইয়েসবাংলার প্রেসিডেন্ট মোখলেছ আখন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়