শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ঈদের আগে কোন মার্কেট খোলা আর কোন মার্কেট বন্ধ?

মাহমুদুল আলম : [২]করোনা মহামারির মধ্যেই আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে বাংলাদেশ দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার শর্তসাপেক্ষ সীমিত পরিসরে দোকান খোলার অনুমতি দিলেও খুলছে না অনেক মার্কেট ও শপিংমল। আবার আগামীকাল রোববার (১০ মে) থেকে রাজধানীর কোন কোনো জায়গায় দোকানপাট এবং শপিংমল, বিপণি-বিতান খুলতে যাচ্ছে।

[৩] একাত্তর টিভির সংবাদে বলা হয়েছে, ঈদের আগে খুলছে না রাজধানীর বসুন্ধরা মার্কেট, যমুনা ফিউচার পার্ক, ইস্টার্ন প্লাজা, গাউছিয়া, চাঁদনী চকসহ নিউ মার্কেট এলাকার দোকানগুলো। রাজধানীর মৌচাক মার্কেট ও আনারকলি মার্কেটও খুলছে না। মিরপুর এলাকার মার্কেটগুলোও খুলছে না। ।

[৪] চট্টগ্রাম ও ময়মনসিংহে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে সমিতি। রাজশাহীর সব মার্কেট বন্ধ, পরবর্তী নির্দেশনার আগে খুলছে না।

[৬] এদিকে সংশ্লিষ্ট নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে এরইমধ্যে নিজেদের বেশিরভাগ আউটলেট খোলার ঘোষণা দিয়েছে দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং ও বাংলাদেশের জুতা তৈরিকারক প্রতিষ্ঠান এপেক্স ও বাটা।

[৭] সময় টিভির প্রতিবেদন অনুসারে আরো যেসব দোকান, শপিংমল, বিপণি-বিতান খুলছে সেগুলো হচ্ছে,
গুলশান ১ ও ২ নম্বর সেকশনের ডিএনসিসি মার্কেট এবং গাজী শপিং কমপ্লেক্স।

[৮] ঢাকার যেসব মার্কেট খোলা থাকছে সেগুলোর মধ্যে যাত্রাবাড়ী আয়েশা মোশারফ শপিং সেন্টার, বুড়িগঙ্গা সেতু মার্কেট, রহমান প্লাজা, হাবিবুল্লাহ সুপার মার্কেট, ফার্নিচার মার্কেট ও টাইলস মার্কেটের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান, স্টিল ফার্নিচার মার্কেট সম্পূর্ণরূপে খোলা থাকবে।

[৯] উত্তরা কাজী ভবন ও বেশ ভবন, নিউ এলিফ্যান্ট রোড খোলা থাকবে।
আইডিবি ভবন আগারগাঁও কম্পিউটার মার্কেট এবং ডিআইটি ফকিরাপুল মার্কেট খোলা থাকবে।

[১০] বাংলাদেশের সর্ববৃহৎ আইটি মার্কেট মাল্টিপ্লান সেন্টারও খোলা থাকবে। উত্তরা আলাউদ্দিন টাওয়ার ও রাস্তার পাশের কিছু দোকান খোলা থাকবে। টপ টেন ব্র্যান্ড বেশিরভাগ জায়গাতেই খোলা থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়