সাদিয়া নাসরিন : ‘আপু, মেয়েটা কয়দিন ধরেই একটু মাছ খাবে বলছিলো। আমি ছোট বাচ্চাটার দুধই কিনতে পারি না, মাছ কিনবো কোথা থেকে? আপনার জন্য আমার মেয়েটা আজকে অনেকদিন পর মাছ খাইসে, এতোদিন শুধু ভাত খাইসে’। বাবা কুয়েতে আটকে পড়া শ্রমিক। মা লালবাগে একটা ছোট্ট বুটিক চালাতেন। দুমাস ধরে সব বন্ধ। তাদের ৬ বছরের মেয়েটা একটা মাস নাকি শুধু ভাত খেয়ে ছিলো। ৭ মাসের ছোট ছেলেটাকে চাল গুঁড়া করে পানি দিয়ে জ্বাল দিয়ে খাইয়েছে বলে পেটে অসুখ হয়ে গেছে। মা’টা হন্যে হয়ে খুঁজে বের করেছে আমাকে আমার বন্ধু তালিকার একজন পুলিশ অফিসারের মাধ্যমে। আজ দুধ, স্যারেলাক, মাছ, মাংস, চাল, ডাল, তেল কিনে বাসায় ফিরেছেন মা। আমার কেন এমন করে কান্না পায় কেউ বলতে পারবেন? একটা ছোট্ট দেশের সব বাচ্চা দুধে-ভাতে থাকবে এটা কি খুব বড় চাওয়া বলেন? বলেন আপনারা? ফেসবুক থেকে