শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২০, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আফ্রিকায় মারা যেতে পারে এক লাখ ৯০ হাজার মানুষ

সিরাজুল ইসলাম: [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের প্রধান ম্যাটশিডিসো মোয়েটি বৃহস্পতিবার টেলিকনফারেন্সে সাংবাদিকদের এ আশঙ্কার কথা জানান। আলজাজিরা

[৩] তিনি বলেন, এ ভাইরাসের বিস্তার ঠেকানো না গেলে প্রথম বছরেই এ বিপুল মানুষ মারা যাবে। এছাড়া সংক্রমিত হতে পারে ২৯ মিলিয়ন থেকে ৪৪ মিলিয়ন মানুষ। সিএনবিসি

[৪] ভাইরাসের বিস্তার ঠেকাতে বেশিবভাগ দেশ গণজমায়েত, আন্তর্জাতিক ভ্রমণ ও কার্ফ্যু জারি করেছে। অন্যান্য দেশের তুলনায় আফ্রিকায় সংক্রমণ কম। তবে এ মহামারী কয়েক বছরব্যাপী স্থায়ী হতে পারে। রয়টার্স

[৫] মোয়েটি এক বিবৃতিতে বলেন, প্রতিরক্ষামূলক ব্যবস্থা জোরদার না হলে কোভিড-১৯ আমাদের জীবন আরও কয়েক বছর মিশ্রিত করে ফেলবে। যদিও সরকারগুলো বিদেশিদের আদলে ব্যবস্থা নিয়েছে। আমাদের প্রয়োজন পরীক্ষা, শনাক্তকরণ, আইসোলেশন ও চিকিৎসা।

[৬] সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, ছোট দেশ যেমন আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকা ও ক্যামেরন ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে। আফ্রিকার গবেষণা করা হয় ৪৭টি দেশ নিয়ে। এ দেশগুলোই বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চল বলে পরিচিত। তবে এ অঞ্চলের মধ্যে জিব্যুতি, সোমালিয়া, সুদান, মিসর, লিবিয়া, তিউনিশিয়া ও মরক্কো নেই।

[৭] ওই ৪৭টি দেশে এরইমধ্যে ৩৫ হাজার ৯৭ জন করোনা রোগী শনাক্ত এবং ১ হাজার ২৩১ জন মারা গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়