শিরোনাম
◈ করোনার পর এবার ভূমিকম্প আতঙ্কে ঢাকা ছাড়ছেন মানুষ ◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো ◈ মব ভাইরাসের তাণ্ডবে অতিষ্ট দেশ: ইসলামী বক্তা তাহেরী (ভিডিও)

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে’ এমন স্বস্তিদায়ক ঘোষণার পর কী হয়েছে জানেন?

মঞ্জুরুল হক : বিজিএমইকে দেওয়া ৫ হাজার কোটির গল্প শেষ। ওসব পেট হয়ে কমোডে। ৭২ হাজার ৫শ কোটি প্রণোদনার গল্প রানিং। এফবিসিসিআই এবং এ রকম সব পোশাক অ্যাসোসিয়েশনগুলো ক্রমাগত চাপ দিচ্ছে টাকা চেয়ে। সবারই প্রণোদনা দরকার। টাকা দরকার। শুধু টাকার দরকার নেই কার? কৃষকের। ক্ষেতমজুরের। দিনমজুরের। ভূমিহীনের। যাদের মোট সংখ্যা প্রায় ১২ কোটি। এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে (যে ... বাচ্চাদের চেয়ারের পেছনে তোয়ালে তাদের কারণে নয়, চাষা ঘাম ঝরিয়ে ফলিয়েছে)। ‘সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে’ এমন স্বস্তিদায়ক ঘোষণার পর কী হয়েছে জানেন? ধান ঘরে উঠে যাওয়ার পরও তালিকা করতে পারেনি তোয়ালেওয়ালারা। কেন? করোনার কারণে অফিস করে না। ধানের দাম ধরা হয়েছে ২৬ টাকা কেজি। গত দুবছর আগেও প্রতি কেজির কস্টিং ছিলো ২৮ টাকা। তাহলে কেজিতে কৃষকের কতো লোকসান? তারপরও চোঙা হাতে কিছু চাটুকারের বাচ্চারা রিপোর্ট করছে, কৃষক খুশি। ‘ধান কেনার লিস্ট কবে করবেন’? তোয়ালেওয়ালারা বলেছেন, শিগগিরই। করোনা পরিস্থিতি একটু ভালো হোক তারপর। শেষে কী হবে না বললেও বুঝতে পারছেন, তাই না? মধ্যস্বত্বভোগী ব্যাপারীরা সস্তায় ধান কিনে নেবে। সেই ধান মিলারদের মাধ্যমে আরও প্রফিট যোগ হয়ে সরকারের সাইলোতে যাবে। কৃষকের কপালে সেই মুড়ো ঝাঁটা। আমাদের কী রাজকপাল। এর পরও এ দেশের কৃষকরা ফসল ফলিয়ে আমাদের খাবারের যোগান দেয়। আর আমাদের কথিত কৃষক-শ্রমিক দরদী ...রা চ্যানেলে লেকচার মেরে ২ হাজার টাকার চেক নিয়ে ঘরে ফেরে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়