শিরোনাম
◈ উড্ডয়নের সময় পড়ে গেল চাকা, ৭‌১ যাত্রী নিয়ে শাহজালালে নিরাপদে অবতরণ ◈ গভীর রাতে সীমান্তে ৭৫০ জনকে পুশইন চেষ্টা, বিজিবি ও জনতার প্রতিরোধে পিছু হটলো বিএসএফ ◈ আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি, খেলবেন চিলি ও কলম্বিয়ার বিরুদ্ধে  ◈ রা‌শিয়ার `সম্রাট" বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র, দাম ৩৫ মি‌লিয়ন ডলার ◈ ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের ঝুঁকি আসলে কতটা? ◈ নয়া কৌশলে মাঠে নেমেছে আওয়ামী লীগ ! ◈ ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের, চারদিনে উত্তপ্ত সীমান্ত সংঘর্ষ ◈ এবার মমতাজের তৃতীয় স্বামী যে চাঞ্চল্যকর তথ্য দিলেন! ◈ মিশা সওদাগরকে ঘিরে ভাইরাল মারধরের ভিডিও ভুয়া, হাঁটুর অস্ত্রোপচারের জন্যই হাসপাতালে ◈ কাতারের ৪০০ মিলিয়ন ডলারের বিমান 'উপহার': ট্রাম্পের বিপক্ষে যাচ্ছেন তার সমর্থকরাও

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৬:১৮ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মে মাস পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার মতো সক্ষম আমরা ছিলাম না : ড. মসিউর রহমান

প্রিয়াংকা আচার্য্য : [২] এই অর্থে ছিলাম না যে, অনেক আগেই সরকার প্রণোদনা ঘোষণা করেছে। কারণ যখন এই প্রণোদনা আসে তখন ইতিমধ্যে অনেত ব্যবসা প্রতিষ্ঠান নিজের পায়ে দাঁড়িয়ে চলা বন্ধ হয়ে গেছিলো। ঐ সময়ে শ্রমিকদের বেতন সরকারই দিয়েছিল। এই অবস্থায় শিল্পোৎপাদনে না গেলে দুর্বলতা আরও বাড়বে বলে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা একাত্তর টিভির এক অনুষ্ঠানে জানান।

[৩] স্বাস্থ্যের যে ঝুঁকি সেটা তো এই মুহূর্তের জন্য। এর জন্য বৈজ্ঞানিক যে ব্যবস্থা আছে সেগুলো গ্রহণ করতে হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড এতোগুলো দিন ধরে স্থগিত রাখা হয়ে আছে। সেটা যদি আরও চলে, তাহলে তা পূর্বের স্থানে নিয়ে যাওয়া বেশ কঠিন হবে।

[৪] সেই কথা বিবেচনা করে সরকার ব্যাংকে নগদ অর্থের ঘাটতি মেটানাের ব্যবস্থা করেছে। সেইসব অর্থ ব্যাংকের মাধ্যমেই ডিস্ট্রিবিউশন করার বিষয়টিও নিশ্চিত করেছে।

[৫] পাশাপাশি সুদের হার কমিয়ে, সুদের অর্ধেক দায়িত্বও নিয়েছে সরকার। যাতে ব্যাংকে যে মুনাফা হয় সেটা থাকে।

[৬] এখন দরকার হবে, যে ক্লায়েন্ট এই টাকা নিবে সে যেন তা সুষ্ঠুভাবে ব্যবহার করে উৎপাদনের ধারা যথাযথভাবে অব্যাহত রাখে।

[৭] ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক ৭০ হাজার কোটি টাকা ছাপানোর ঘোষণা দিয়েছে। সমসাময়িক প্রেক্ষাপটে মোটামুটি সবাই এ কথা স্বীকার করেছেন যে এর দরকার আছে। এখন এই টাকা সুষ্ঠুভাবে সমন্বয়ের মাধ্যমে বন্টন জরুরী।

[৮] বর্তমান পরিস্থিতি আমাদের অভিজ্ঞতার বাইরে। সেখানে হয়তো কিছু ঘাটতি থাকতে পারে। যারা এই পরিস্থিতি বিশ্লেষণ করছেন তাদের প্রতি অনুরোধ ঘাটতির সঙ্গে সঙ্গে এই প্রতিষ্ঠানগুলো কীভাবে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে সেগুলো সম্পর্কেও পরামর্শ দিবেন। সূত্র : একাত্তর টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়