শিরোনাম
◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের ◈ আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড ◈ ড. ইউনুস একদিন আদালতে কেঁদে বলতে হবে ভুল হয়েছে: বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও)

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমন্বয়ক পরিচয়ে স্কুল শিক্ষককে হুমকি

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধি পরিচয়ে বেপরোয়া হয়ে উঠেছে নাসির আল ইমরান নামে এক যুবক। পেশায় একটি বেসরকারি হাসপাতালের কর্মী হলেও পরিচয় দিয়ে বেড়ান সমন্বয়ক হিসেবে। কখনো কখনো দেন জাতীয় নাগরিক কমিটি নেতার পরিচয়।
 
সম্প্রতি রুবিনা আক্তার রুবি নামে এক স্কুল শিক্ষিকাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এই বেসরকারি হাসপাতাল কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার  (১৫ মে) বিকালে  একটি নম্বর থেকে কল করে এমনটি করেছে নাসির- বলে দাবি করেছেন ভুক্তভোগী শিক্ষিকা।
 
রায়পুর থানা, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায়পুর সেনা ক্যাম্পে একই অভিযোগের পৃথক তিনটি কপিতে শিক্ষিকা লিখেন, নাসির নিজেকে ছাত্র সমন্বয়ক দাবি করে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। ওই শিক্ষিকা বলেন, আমার নামে মানববন্ধন হবে বলে জানিয়েছে নাসির। আমাকে নানান হুমকি-ধমকি দিয়েছে। 
 
মুঠোফোনে কথা হলে নাসির আল ইমরান বলেন, আমি তার বিরুদ্ধে থাকা কয়েকটি অভিযোগের বিষয়ে বলেছি। ছাত্ররা মানববন্ধন করবে বলে সতর্ক করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আমার সাথে দেখা করতে বলছি।
 
অভিযোগ সুত্রে জানাজায়, এক কোচিং শিক্ষকের কাছে পড়তে যেতেন ভুক্তভোগী শিক্ষিকার কর্মরত রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী, সেখানে সে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হতো। গত ১২ মে তাকে বিষন্ন অবস্থায় দেখলে শিক্ষিকা রুবি কী হয়েছে জানতে চান। পরে বিস্তারিত জেনে তার অভিভাবককে বিদ্যালয়ে ডাকা হয়।
 
অভিভাবক এসে শিক্ষকদের সহযোগিতায় রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। এর জেরে শিক্ষক কোচিং শিক্ষকের পক্ষ হয়ে শিক্ষিকা রুবিনা আক্তার রুবিকে হুমকি দেয় নাসির আল ইমরান। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন ভুঞা বলেন, নাসির আল ইমরান নামে একজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খাঁন বলেন, এক শিক্ষিকাকে হুমকি দিয়েছে মর্মে একটি অভিযোগ পেয়েছি। দ্রুত বিষয়টি নিষ্পত্তি করা হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়