শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২০, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সাথে ৪০ দিন লড়াই করে হেরে গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক সহ সভাপতি

স্পোর্টস ডেস্ক : [২] প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক সহ-সভাপতি অ্যামাডোর সুয়ারেজ ভিয়া। ৪০দিন হাসপাতালে থেকে করোনার সঙ্গে লড়াই করে হেরে যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ২০০৬ থেকে ২০০৯ সালে রিয়াল সভাপতি র‌্যামন কালদেরনের সময়কালে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

[৩] এর আগে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন লরেঞ্জো স্যাঞ্জ। তারও মৃত্যু হয়েছিল ৭৬ বছর বয়সে। এছাড়া আরও এক সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো মার্টিন আলভারেজ খুব সিরিয়াস অবস্থায় চলে গিয়েছিলেন। আইসিইউতে গিয়ে বলতে গেলে মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছিলেন তিনি। -গোল ডটকম

[৪] অ্যামাডোর সুয়ারেজ ভিয়া রিয়াল মাদ্রিদ ক্লাবের সদস্য হন ১৯৬৪ সালে। জন্মগ্রহণ করেন ১৯৪৪ সালের ১২ ফেব্রুয়ারি হুয়েলভায়। তবে তিনি বসবাস করতেন সান সেবাস্তিয়ানে।

[৫] ২০০৩ সালে হুয়েলভা বিজনেস ফেডারেশন কর্তৃক বর্ষসেরা উদ্যোক্তা হিসেবে পুরস্কার লাভ করেন। মাছ ধরা এবং বাজারজাত করনের একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন তিনি। সারাবিশ্বেই মাছ রপ্তানি করতেন তিনি। সাগরে ভাসতো তার প্রমাণ সাইজের ২৭টি ভেসেল। স্পেনে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৬৮২ জন। মারা গেছেন ২৫ হাজার ৮৫৭ জন। - মার্কা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়