শিরোনাম
◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২০, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সাথে ৪০ দিন লড়াই করে হেরে গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক সহ সভাপতি

স্পোর্টস ডেস্ক : [২] প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক সহ-সভাপতি অ্যামাডোর সুয়ারেজ ভিয়া। ৪০দিন হাসপাতালে থেকে করোনার সঙ্গে লড়াই করে হেরে যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ২০০৬ থেকে ২০০৯ সালে রিয়াল সভাপতি র‌্যামন কালদেরনের সময়কালে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

[৩] এর আগে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন লরেঞ্জো স্যাঞ্জ। তারও মৃত্যু হয়েছিল ৭৬ বছর বয়সে। এছাড়া আরও এক সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো মার্টিন আলভারেজ খুব সিরিয়াস অবস্থায় চলে গিয়েছিলেন। আইসিইউতে গিয়ে বলতে গেলে মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছিলেন তিনি। -গোল ডটকম

[৪] অ্যামাডোর সুয়ারেজ ভিয়া রিয়াল মাদ্রিদ ক্লাবের সদস্য হন ১৯৬৪ সালে। জন্মগ্রহণ করেন ১৯৪৪ সালের ১২ ফেব্রুয়ারি হুয়েলভায়। তবে তিনি বসবাস করতেন সান সেবাস্তিয়ানে।

[৫] ২০০৩ সালে হুয়েলভা বিজনেস ফেডারেশন কর্তৃক বর্ষসেরা উদ্যোক্তা হিসেবে পুরস্কার লাভ করেন। মাছ ধরা এবং বাজারজাত করনের একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন তিনি। সারাবিশ্বেই মাছ রপ্তানি করতেন তিনি। সাগরে ভাসতো তার প্রমাণ সাইজের ২৭টি ভেসেল। স্পেনে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৬৮২ জন। মারা গেছেন ২৫ হাজার ৮৫৭ জন। - মার্কা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়