শিরোনাম
◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২০, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সাথে ৪০ দিন লড়াই করে হেরে গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক সহ সভাপতি

স্পোর্টস ডেস্ক : [২] প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক সহ-সভাপতি অ্যামাডোর সুয়ারেজ ভিয়া। ৪০দিন হাসপাতালে থেকে করোনার সঙ্গে লড়াই করে হেরে যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ২০০৬ থেকে ২০০৯ সালে রিয়াল সভাপতি র‌্যামন কালদেরনের সময়কালে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

[৩] এর আগে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন লরেঞ্জো স্যাঞ্জ। তারও মৃত্যু হয়েছিল ৭৬ বছর বয়সে। এছাড়া আরও এক সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো মার্টিন আলভারেজ খুব সিরিয়াস অবস্থায় চলে গিয়েছিলেন। আইসিইউতে গিয়ে বলতে গেলে মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছিলেন তিনি। -গোল ডটকম

[৪] অ্যামাডোর সুয়ারেজ ভিয়া রিয়াল মাদ্রিদ ক্লাবের সদস্য হন ১৯৬৪ সালে। জন্মগ্রহণ করেন ১৯৪৪ সালের ১২ ফেব্রুয়ারি হুয়েলভায়। তবে তিনি বসবাস করতেন সান সেবাস্তিয়ানে।

[৫] ২০০৩ সালে হুয়েলভা বিজনেস ফেডারেশন কর্তৃক বর্ষসেরা উদ্যোক্তা হিসেবে পুরস্কার লাভ করেন। মাছ ধরা এবং বাজারজাত করনের একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন তিনি। সারাবিশ্বেই মাছ রপ্তানি করতেন তিনি। সাগরে ভাসতো তার প্রমাণ সাইজের ২৭টি ভেসেল। স্পেনে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৬৮২ জন। মারা গেছেন ২৫ হাজার ৮৫৭ জন। - মার্কা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়