ইমু: [২] সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল জানান, কোভিড-১৯ এর কারণে সীমান্তবর্তী ৫টি উপজেলার মধ্যে ত্রাণ বিতরণের অংশ হিসেবে বৃহস্পতিবার ১০৯ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
[৩] এছাড়াও বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৩৭ (সাতত্রিশ) টি, তামাবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৩৩ (তেত্রিশ) টি, শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৫৭ (সাতান্ন) টি, সোনারহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৫২ (বায়ান্ন) টি এবং লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ২১ (একুশ) টি পরিবারের মধ্যে সর্বমোট ৩০৯ (তিনশত নয়) টি পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে।
[৪] সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)এর অধিনায়ক লে. কর্ণেল এস এম মেহেদী হাসান, কুমিল্লা জেলার অধিনস্থ সদর উপজেলার বড়জ্বালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী ১৮০ টি হত দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। পৃথক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিজিবি কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।