শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ০৬ মে, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাহাড়ে রোহিঙ্গা ডাকাত বাহিনী বেপরোয়া,অপহৃত২জনকে উদ্ধারে মরিয়া পুলিশ

ফরহাদ আমিন, টেকনাফ প্রতিনিধি : [২] জেলার টেকনাফে শরনার্থী শিবির সংলগ্ন পাহাড়গুলোতে মুক্তিপণ আদায়, ধর্ষণ, হত্যাসহ নানা অপরাধে ফের বেপরোয়া হয়ে উঠেছে রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিম ও জকির গ্রুপ।

[৩]সম্প্রতি তারা তুলে নিয়ে গেছে স্থানীয় তিন বাংলাদেশি কৃষককে।মুক্তিপণ না পেয়ে এদের একজনকে হত্যা ও অপর দুজনের বাড়িতে মুক্তিপণ চেয়ে না দিলে হত্যার হুমকি পাঠিয়েছে ডাকাত দলের সদস্যরা।

[৪]রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত এদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ(ওসি)প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পুলিশ ও স্থানীয় যুবকদের নিয়ে কয়েকটি দলে ভাগ হয়ে পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

[৫]এতে ডাকাত হাকিমের বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গা ও স্থানীয় র্সোসদের মাধ্যমে তথ্য ফাঁস হওয়ার কারনে গভীর পাহাড়ে ডাকাত দলের সৃষ্ট আখড়ায় গিয়ে ও কারো দেখা মিলেনি।

[৬]স্থানীয় কয়েকজন যুবক বলেন,পাহাড়ে আশ্রয়স্থল বানিয়ে খুন, ডাকাতি, ধর্ষণ, অপহরণ, মুক্তিপণ আদায় ও মানবপাচার করছে এসব ডাকাত দল।পাহাড় ঘিরে ৪-৫টি সংঘবদ্ধ ডাকাত বাহিনী সক্রিয় থাকলেও বর্তমানে ডাকাত জকির আহমদ ও আব্দুল হাকিম বাহিনীর দাপটে কাঁপছে রোহিঙ্গা শিবির ও সংলগ্ন এলাকা।এমনকি মুক্তিপণের টাকা না পেয়ে অপহৃতদের গুলি করে হত্যার নজিরও রয়েছে।

[৭] তারা আরো বলেন,এইভাবে পাহাড়ি ডাকাতদের নির্মূল করা সম্ভব না। তাদের সম্পূর্ণভাবে নির্মূল করতে হলে সেখানে আধুনিক প্রযুক্তি দিয়ে যৌধ অভিযান পরিচালনা করতে হবে।কেননা এই অঞ্চলে পাহাড়গুলো উচুঁ-নিচু সেখানে দ্রুত গতিতে আইনশৃঙ্খলাবাহিনীদের অভিযান পরিচালনা করা খুবই কঠিন।এছাড়া পাহাড়ের আশপাশে তাদের ব্যাপক সোর্স রয়েছে।তাই অভিযান পরিচালনা করার আগেই তাদের কাছে খবর পৌঁছে যায়। ফলে দ্রুত তারা অবস্থান পরিবর্তন করে ফেলে।

[৮]কমিউনিটি পুলিশিং হোয়াইক্যং ইউনিয়নের সভাপতি হারুন সিকদার বলেন,ওসি প্রদিপের অভিযান খুব দ্রুত সফলতার দেখা মিলবে, এতে সর্বস্তরের জনসাধারনকে সার্বিক সহযোগীতা প্রদানে দেশ ও জাতির র্স্বাথে কুখ্যাত রোহিঙ্গা ডাকাত হাকিম বাহিনীর প্রধান হাকিম সহ সকল ডাকাতদের ধরতে ঐক্যবদ্ধভাবে পুলিশের পাশে থাকার অনুরোধ জানান।

[৯]এ প্রসঙ্গে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন,অপহৃতদের উদ্ধারে পুলিশের অভিযান চলছে।ক্যাম্পসংলগ্ন পাহাড়ি অঞ্চলে কোনও অপরাধীর ঠাঁই হবে না।বিশেষ করে পাহাড়ি ডাকাতদের ধরার সর্বোচ্চ চেষ্টা চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়