শিরোনাম
◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ০৬ মে, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত

কায়সার হামিদ, উখিয়া প্রতিনিধি : [২] সোমবার বিকেলে উখিয়া সদরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মালভিটা পাড়া রাস্তার মূখে একটি দর্জি দোকানে এ মারামারির ঘটনা ঘটে।

[৩] কক্সবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৯ টার দিকে রুবেলের মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

[৪] স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানান, চলমান লকডাউনের মাঝে দোকানের কিছু অংশ খোলা রেখে ভিতরে কাজ চলে আসছিলো। উখিয়া সদরের সিকদার বিল গ্রামের মো.আয়াজের মালিকানাধীন দর্জি দোকানে উখিয়া সদরের খাল কাচা পাড়া গ্রামের ফজল করিমের ছেলে রুবেল ঐ দোকানে দর্জি হিসেবে কাজ করতো। তাদের সঙ্গী সিকদার বিল গ্রামের মো.হাশেমের ছেলে নুরুল ইসলাম ও প্রায় সময় উক্ত দোকানে এসে আড্ডা দিত। সোমবারও উভয়ে কাজের ফাঁকে আড্ডার ছলে পরস্পরের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

[৫] এক পর্যায়ে দর্জি দোকানের কাঁচি নিয়ে উভয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উখিয়া হাসপাতালে আহতাবস্থায় নিয়ে গেলে জখম গুরুতর হওয়ায় রুবেলকে কক্সবাজার জেলা হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৪ এপ্রিল ) রাত সাড়ে ৯ টার দিকে রুবেলের মৃত্যু হয়েছে বলে তার স্বজনরা জানান। এ ঘটনায় জড়িতদের আটক করতে উখিয়া থানা পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

[৬] উখিয়া থানার ওসি তদন্ত মো. নুরুল ইসলাম মজুমদার জানান, আমরা আসামি নুরুল ইসলামের বাড়িতে অভিযানে গিয়েছি তবে বাড়ির সবাই পলাতক থাকার কারণে কাউকে গ্রেপ্তার করতে পারিনি, পাশাপাশি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়