শরীফ শাওন : [২] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, অধিদপ্তরের সমন্বিত কন্ট্রোল রুম বিষয়টি তত্ত্বাবধান করবে। আইইডিসিআর নমুনা সংগ্রহ চলমান রাখবে, এখন থেকে বিষয়টির তত্ত্বাবধানে থাকছে না।
[৩] নাসিমা সুলতানা বলেন, ইতোমধ্যে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে এ বিষয়ে কোন চিঠি দেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের অভ্যান্তরীণ বিষয়। সাংবাদিকদের এ বিষয়ে কেন জানাতে হবে।
[৪] এ বিষয়ে জানতে আইইডিসিআর এর পরিচালক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।
[৫] এর আগে বিশেষজ্ঞদের পরামর্শে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনা পরীক্ষা সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। দেশের ৩১টি প্রতিষ্ঠানে বায়োসেফটি লেভেল-২ ল্যাবে করোনা পরীক্ষা শুরু করেন।
[৬] সূত্রের বরাত দিয়ে সমকাল জানায়, প্রথমেই শনাক্তকরণের পরিধি বাড়ালে সংক্রমণের হার কমানো যেত। বিষয়টির বাধা হয়েছিলেন আইইডিসিআর পরিচালক।
[৭] আরো জানায়, পরীক্ষা নিয়ে ভুল তথ্য দিয়েছিলো আইইডিসিআর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে চেয়েছিলো পিসিআর পরীক্ষার বায়োসেফটি লেভেল-৩ ল্যাব। যেখানে সংস্থাটি লেভেল-২ ল্যাবের প্রয়োজনিয়তা বলেছেন।