আবুল বাশার নূরু: [২] বেতন কমল রিলায়্যান্সের উচ্চপদস্থ কর্মীদের।
[৩] ভারতের রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের মুনাফা কমে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে সংস্থার ১৫ লাখ টাকার বেশি বেতনের কর্মীদের ১০-৫০ শতাংশ বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
[৪]সংস্থাটির প্রধান মুকেশ আম্বানি নিজেও এই সময়ে বেতন গ্রহণ করবেন না। চেয়ারম্যান হিসেবে তার বেতন বছরে ১৫ কোটি টাকা।
[৫] সংস্থাটি জানায়, এই কঠিন সময় পেরিয়ে গেলে আবার বেতন দ্রুত পুরনো অঙ্কে ফেরানো হবে।
[৬] কর্মীদের কাছে লেখা এক চিঠিতে সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর হিতাল মেসওয়ানি বলেছেন, আমাদের সব ক্ষেত্রে খরচ কমানো জরুরি এবং এই লক্ষ্য সফল করতে আমাদের প্রত্যেকের এগিয়ে আসা প্রয়োজন। সূত্র: ভারতীয় গণমাধ্যম