শিরোনাম
◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রামে অভুক্তদের সাহায্য প্রিয়াংকার মা মধু চোপড়া

তন্নীমা আক্তার : [২] এবার করোনা যুদ্ধে শামিল হলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কার চোপড়ার মা মধু চোপড়া। ঝাড়খণ্ডের গ্রামে গ্রামে ঘুরে অভুক্তদের সাহায্য করার কাজ কাঁধে তুলে নিয়েছেন তিনি। আর তার এই উদ্যোগে শামিল হয়েছেন তার বোন, অর্থাৎ প্রিয়াঙ্কার খালা।

[৩] সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে এই খবর। ঝাড়খণ্ডের প্রত্যন্ত এলাকার একটি গ্রামে ২৪টি ঘরের একটি বসতি রয়েছে। ওই ২৪টি বাড়িতে মাস্ক, ডেটল সাবান ও অন্যান্য সানিটারি জিনিসপত্র দিয়ে সাহায্য করছেন মধু চোপড়া। এর পাশাপাশি ৫০০ গ্রাম সরষের তেল, নুন ও ১০ প্যাকেট মারি গোল্ড বিস্কুটও দেওয়া হয়েছে পরিবার পিছু। তবে শুধু ওই ২৪টি পরিবারকেই যে তাঁরা সাহায্য করেছেন এমন নয়। খারকই রিভার বেড এলাকা-সহ বেশ কয়েকটি ছোট ছোট বসতিতেও প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাহায্য করেছেন মধু চোপড়া ও তাঁর বোন। এখনও পর্যন্ত ওই প্রত্যন্ত গ্রামগুলিতে ৩ টন চাল, ১৪ কুইন্টাল আলু, ১ কুইন্টাল মুসুর ডাল, ২ কুইন্টাল পিঁয়াজ দেওয়া হয়েছে বলে খবর।

[৪] কিছুদিন আগে প্রায় ২০ হাজার স্বাস্থ্যকর্মীকে জুতো উপহার দেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ১০ জোড়া জুতা বিতরণ করেন লস অ্যাঞ্জলসের সিডার সিনাইয়ের স্বাস্থ্যকর্মীদের মধ্যে। এবং পাশাপাশি বিদেশে থেকে নিজের দেশের স্বাস্থ্যকর্মীদের কথাও ভোলেননি তিনি। প্রিয়াঙ্কার নিজস্ব তহবিল থেকে বাকি ১০ হাজার জুতোজোড়া বরাদ্দ হয় ভারতীয় স্বাস্থ্যকর্মীদের জন্য। যা ভারতের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালের কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। মার্কিন জুতো প্রস্তুতকারী সংস্থা ‘ক্রুকস’-এর সঙ্গে হাত মিলিয়ে প্রিয়াঙ্কা এই উদ্যোগে শামিল হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়