শিরোনাম
◈ উপদেষ্টা আসিফ মাহমুদকে জবাব দিলেন সাকিব ◈ রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, এখনই রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার সময়: খলিলুর রহমান ◈ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত: পাকিস্তানকে খোঁচা দিয়ে মোদির স্ট্যাটাস ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে জ‌য়ের হ‌্যা‌ট‌ট্রিক, এশিয়া কা‌পে ভারত অপরা‌জিত চ‌্যা‌ম্পিয়ন ◈ ৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, পাস ১০৬৪৪ জন ◈ দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, ঐক্যের প্রতীক: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ ঘন ঘন ভূমিকম্প কিসের ইঙ্গিত! ◈ কাপ্তাইয়ে যাত্রীবাহী বাস থেকে ৫০০ দা-চাপাতি উদ্ধার, ইউপিডিএফের সহিংসতার পরিকল্পনা ভেস্তে দিলো বিজিবি ◈ অমর একুশে বইমেলা স্থগিত ◈ প্রাথমিকে ছুটি কমছে, বছরে খোলা থাকবে আরও বেশি দিন

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম নগরীরতে অভিনব কায়দায় স্বর্ণালঙ্কার ও দামি জিনিস চুরি !

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান ওয়ার্ডের হেমসেন লেইন এলাকায় অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে।

[৩] শুক্রবার (১ মে) ভোর রাতে, ৩১ হেমসেন লেনের সাজেদা ভিলায় এ চুরির ঘটনা ঘটে। চোরের দল গৃহকর্তীকে কোন ধরনের চেতনা নাশক কিছু স্প্রে করেছে বলেও ধারণা বাসার বাসিন্দাদের। গৃহকর্তা অনিন্দ্য কুমার পাল জানান, খাওয়া দাওয়া শেষে বাসার সবাই রাত একটার দিকে ঘুমাতে যায়। চুরি হওয়া ওই রুমে ছিলেন তার ৭০ বছর বয়েসী মা। সেই রুমের সাথে লাগানো বেলকনির বারান্দার গ্রিল বাঁকা করে চোরের দল বাসায় প্রবেশ করে আলমারি খুলে জিনিসপত্র নিয়ে যায়। তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে আলমারি তছনছ দেখতে পান। তিনি জানান, আলমারি খুলে তছনছ করে এবং একটি ব্যাগে মার পাসাপোর্টসহ প্রয়োজনীয় কাগজ, স্বর্ণালঙ্কার ও টাকা ছিল। কিন্তু ব্যাগ থেকে সব কাগজপত্র বারান্দায় ফেলে রেখে চোরের দল চার ভরি অলঙ্কার, নগদ ২৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন সেট ও একটি ক্যামেরা নিয়ে যায় বলে জানান অনিন্দ্যে। আরো বলেন, পাশের বাসার সব দরজা বাইরে থেকে আটকিয়ে রেখেছিলো চোর । এলাকাবাসী জানায়, করোন ভাইরাসের কারণে সরকারি ছুটির পর থেকে হেমসেন লেইন এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে।

[৪] এদিকে ঘটনার পর কোতোয়ালী থানা পুলিশের একটি দল বাসাটি পরিদর্শন করে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ফোনে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়