শাহনাজ বেগম : [২] মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের গোয়েন্দা সম্প্রদায়ের দেয়া বক্তব্য অস্বীকার করেছেন এবং চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি গবেষণাগার থেকে করোনা ছড়িয়ে পড়ার নিশ্চিত প্রমাণ আছে বলে বৃহস্পবিতার সাংবাদিকদের কাছে দাবি করেছেন। তবে তার নিজের বক্তব্যের যথার্থতা প্রমাণের জন্য বিস্তারিত আর কিছু জানাননি। ইয়ন
[৩] এর আগে মার্কিন শীর্ষ গোয়েন্দা সংস্থা করোনা মানবসৃষ্ট বা জিনগতভাবে পরিবর্তিত নয় বলে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের (ওডিএনআই) অফিসের এক বিবৃতিতে জানিয়েছে। রয়টার্স
[৪] এখনও পর্যন্ত দেশটিতে প্রায় ১০ লাখ ৯৫ হাজার ২১০ জন করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা প্রায় ৬৩ হাজার ৮৬১ জন। ওয়ার্ল্ডোমিটার
[৫] স্বাভাবিকভাবেই করোনা পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্বিগ্ন এবং এই ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনকে দোষারোপ করে ক্ষতিপূরণ চাইবে, এমন হুঙ্কারও দেন। এনডিটিভি
[৬] করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ে চীনের পাশাপাশি ট্রাম্পের আক্রমণের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোান তহবিলে টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন।