শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ০১ মে, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কল-কারখানা-ব্যবসা প্রতিষ্ঠান খুলতে ৩ মে বসছে আন্তঃমন্ত্রণালয় সভা

আবুল বাশার নূরু : [২] করোনা পরিস্থিতির মধ্যে কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ অন্যান্য শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে চালু করতে বসছে উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে সরকার।

[৩] আগামী ৩ মে (রোববার) দুপুর ১২টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

[৪] সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, শিল্পসচিব, শ্রমসচিব, বাণিজ্যসচিবকে আমন্ত্রণ জানানো হয়েছে।

[৫] পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি), এফবিসিসিআই সভাপতি, বিজিএমইএ সভাপতি, ডিসিসিআই সভাপতি, বিকেএমইএ সভাপতি, বিটিএমইএ সভাপতি, এমসিসিআই সভাপতি এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাও উপস্থিত থাকবেন।

[৬] বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংশ্লিষ্টদের চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।

এতে বলা হয়েছে, দেশের বিদ্যমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ অন্যান্য শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে চালু রাখা বিষয়ে আলোচনার জন্য আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

[৭] গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর ২৬ মার্চ হতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, কারখানার পাশাপাশি গণপরিবহনও বন্ধ হয়ে যায়। এতে শ্রমজীবী মানুষ সংকটের মধ্যে পড়েছে। পাশাপাশি উৎপাদনও স্থবির হয়ে পড়েছে। এই অবস্থায় ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা শিল্প কারখানা চালুর দাবি জানিয়ে আসছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়