শিরোনাম
◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী ◈ বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত সকল কার্যক্রম পরিচালনা করছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ০১ মে, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীর কুকুয়া হাসপাতালের প্রাচীর ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা, জড়িতদের কঠোর শাস্তির দাবী এলাকাবাসীর

মোঃ জয়নুল আবেদীন, আমতলী (বরগুনা) প্রতিনিধি : [২] বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন বাউন্ডারী ওয়াল বুধবার গভীর রাতে ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্ত্বরা। এতে হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।

[৩] জানাগেছে, ১৯৬৪ সালে আমতলী উপজেলার কুকুয়া ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হয়। ওই সময় থেকেই হাসপাতালটি ভালোভাবে চলে আসছে। কিন্তু হাসপাতালটির বাউন্ডারী ওয়াল না থাকায় নিরাপত্তা বিঘ্নিত হয়। এ বছর ওই হাসপাতালের আংশিক ২’শ৭০ ফুট বাউন্ডারী ওয়াল নির্মাণের জন্য পটুয়াখালী স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর দরপত্র আহবান করে। ওই বাউন্ডারী ওয়ালের কাজ পায় পটুয়াখালীর রোহান ট্রেডার্স নামের নামের এক ঠিকাদার প্রতিষ্ঠান।

[৪] ঠিকাদার ওই হাসপাতালের বাউন্ডারী ওয়ালের নির্মাণ কাজ গত বুধবার শেষ করে। কাজ শেষে ঠিকাদারের লোকজন চলে যায়। ওই রাতেই বাউন্ডারী ওয়ালের একটি অংশ ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্ত্বরা। খবর পেয়ে বৃহস্পতিবার আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী ও সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হারুন অর রাশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে স্বাস্থ্য প্রশাসক ঘটনার সত্যতা পেয়ে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

[৫] স্থানীয়রা অভিযোগ করেন ওই হাসপাতালের পাশে মাহবুল আলম,এম এ হান্নান ও শাহ আলম বসবাস করে। তারাই তাদের সুবিধার জন্য হাসপাতালের বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলেছে। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।

[৬] রোহান ট্রেডার্সের মালিক মোঃ মোঃ রফিকুল ইসলাম বলেন, বাউন্ডারী ওয়ালের কাজ শেষের দিন রাতেই দুর্বৃত্ত্বরা ভেঙ্গে ফেলেছে। এ বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, রাতের আধারে হাসপাতালের বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্ত্বরা। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

[৭] আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

[৮] আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, এ বিষয়য়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। যারা সরকারী সম্পদ ভেঙ্গে ফেলেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়