শিরোনাম
◈ রাতে দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা ◈ নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধি: কিছু জেলায় আবারও বন্যার শঙ্কা ◈ বিমানবন্দর থেকেই আরও ৮০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ◈ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দর্শক গেলারিতে বাস, নিহত ১ আহত ৪ ◈ চাঁদপুর মেঘনার পানি বিপদসীমার উপরে, উপকূলীয় অঞ্চল প্লাবিত! ◈ মহেশপুর সিমান্তে সাড়ে ৩১টি স্বর্ণের বার উদ্ধার! ◈ হাসিনা নয়, ভারতের এখন প্রয়োজন বাংলাদেশ ◈ নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে শতাধিক বাড়িঘর ◈ টাঙ্গাইল রেল স্টেশনের পাশে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ০১ মে, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীর কুকুয়া হাসপাতালের প্রাচীর ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা, জড়িতদের কঠোর শাস্তির দাবী এলাকাবাসীর

মোঃ জয়নুল আবেদীন, আমতলী (বরগুনা) প্রতিনিধি : [২] বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন বাউন্ডারী ওয়াল বুধবার গভীর রাতে ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্ত্বরা। এতে হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।

[৩] জানাগেছে, ১৯৬৪ সালে আমতলী উপজেলার কুকুয়া ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হয়। ওই সময় থেকেই হাসপাতালটি ভালোভাবে চলে আসছে। কিন্তু হাসপাতালটির বাউন্ডারী ওয়াল না থাকায় নিরাপত্তা বিঘ্নিত হয়। এ বছর ওই হাসপাতালের আংশিক ২’শ৭০ ফুট বাউন্ডারী ওয়াল নির্মাণের জন্য পটুয়াখালী স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর দরপত্র আহবান করে। ওই বাউন্ডারী ওয়ালের কাজ পায় পটুয়াখালীর রোহান ট্রেডার্স নামের নামের এক ঠিকাদার প্রতিষ্ঠান।

[৪] ঠিকাদার ওই হাসপাতালের বাউন্ডারী ওয়ালের নির্মাণ কাজ গত বুধবার শেষ করে। কাজ শেষে ঠিকাদারের লোকজন চলে যায়। ওই রাতেই বাউন্ডারী ওয়ালের একটি অংশ ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্ত্বরা। খবর পেয়ে বৃহস্পতিবার আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী ও সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হারুন অর রাশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে স্বাস্থ্য প্রশাসক ঘটনার সত্যতা পেয়ে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

[৫] স্থানীয়রা অভিযোগ করেন ওই হাসপাতালের পাশে মাহবুল আলম,এম এ হান্নান ও শাহ আলম বসবাস করে। তারাই তাদের সুবিধার জন্য হাসপাতালের বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলেছে। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।

[৬] রোহান ট্রেডার্সের মালিক মোঃ মোঃ রফিকুল ইসলাম বলেন, বাউন্ডারী ওয়ালের কাজ শেষের দিন রাতেই দুর্বৃত্ত্বরা ভেঙ্গে ফেলেছে। এ বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, রাতের আধারে হাসপাতালের বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্ত্বরা। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

[৭] আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

[৮] আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, এ বিষয়য়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। যারা সরকারী সম্পদ ভেঙ্গে ফেলেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়