শিরোনাম
◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া? ◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের হাত ভেঙ্গে দিলো দুর্বৃত্তরা

ইসমাঈল হুসাইন ইমু: [২] জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ষাটোর্ধ এক বৃদ্ধের হাত ভেঙ্গে দিলো দুর্বৃত্তরা। ঘটনার তিনদিন পার হতে চললেও এখনো মামলা নেয়নি পুলিশ। এছাড়া ঞটনায় জড়িত গ্রেপ্তারও করেনি। ঘটনাটি সিরাজগঞ্জের তারাশ উপজেলার বিনোদপর ইউনিয়নের নাদৈশপুর গ্রামের।

[৩] জানা গেছে, গত ২৮ এপ্রিল দুপুরে ওই গ্রামের বাসিন্দা জান মোহাম্মদ মাঠে কাজ করতে যান। এসময় প্রতিবেশি আব্দুর রহমান, খালেক, শামসুসহ বেশকজন তার উপর অতর্কিত হামলা চালায়। এতে তার এক হাত ভেঙ্গে যায়। তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে জানালেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তবে থানার ওসির নির্দেশে জান মোহাম্মদকে চিকিৎসা দেয়া হয়েছে।

[৪] এদিকে আহত জান মোহাম্মদের ছেলে সুজন বৃহস্পতিবার তারাশ থানায় মামলা করতে গেলে পুলিশ অভিযোগের কপি রেখে দিলেও তা নথিভুক্ত করা হয়নি। বর্তমানে জান মোহাম্মদরে পরিবার আতঙ্কে রয়েছেন। আবারও যোকোনো সময় তাদের উপর হামলা হতে পারে বলে আশঙ্কা তাদের।

[৫] স্থানীয় সূত্র জানায়, বেশকিছুদিন থেকে জান মোহাম্মদের একটা জায়গা নিয়ে পাশের রহমান-খালেকদের সঙ্গে বিারোধ চলছিল। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টাও করা হয়েছে। কিন্তু ‘বিচার মানি তালগাছ আমার’ এ পদ্ধতি অবলম্বন করে আসছে খালেকরা। সর্বশেষ জান মোহাম্মদকে মেরে ফেলার ষড়যন্ত্র করে তারা।

[৬] এ বিষয়ে তারাশ থানার ওসি মাহবুবুল আলম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ জমা হয়েছে। কেউ গ্রেপ্তার হয়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, ঘটনার পর তিনি আহত ওই বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা করেন। পাশাপাশি তার খোজ খবর নেন। তবে ঘটনা জড়িতরা শিগগিরই গ্রেপ্তার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

[৭] এ বিষয়ে স্থানীয় উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম বলেন, বিষয়টি মিমাংসার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে। কোনো পক্ষই মেনে না নেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সামান্য ঘটনা ঘটলেও তারা থানায় চলে যায়। তাই স্থানীয়ভাবে মিমাংসা করা যায়না বলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়