ইয়াসিন আরাফাত : [২] রাওয়াফ আল সাইয়িন নামে ওই লেখক তার ভাষায় দাবি করেছেন, ফিলিস্তিনিরা আরব নন এবং তাদের কোনো ভূমি কিংবা তাদের প্রতি সহানভূতি দেখানোর কারণ নেই। ইউটিউবে এক ভিডিও বার্তায় এসব কথা বলেছেন সৌদি আরবের ওই লেখক। আলজাজিরা, আরব মেইল, পার্সটুডে
[৩] লেখক আরো বলেন, আমি একজন ইহুদির সঙ্গে ঘুমাতে প্রস্তুত আছি কিন্তু একজন ফিলিস্তিনির সঙ্গে নয়। আমি একজন ইহুদিকে মেহমানদারি করব কিন্তু একজন ফিলিস্তিনিকে আমার বাড়িতে জায়গা দেব না।
[৪] ফিলিস্তিনি জনগণকে উদ্দেশ করে লেখক বলেন, ওই ভূমি হচ্ছে ইসরাইলের ভূমি; ইসহাক সামির, ইসহাক রবিন ও গোল্ডা মাইয়ার ছিলেন বীর (ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী) কিন্তু নেতানিয়াহু ভীরু। কারণ তিনি এখনো তোমাদেরকে পুড়িয়ে শেষ করেন নি। আমি ঠিক এর কারণ জানি না; তার কাছে কী এসব অস্ত্র নেই?
[৫] সৌদি আরবের এ লেখক অধিকৃত ভূখণ্ডের সীমানাকে সিলগালা করে দেয়ার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে কোনো ফিলিস্তিনি ইসরাইলে যেতে না পারে।