শাহানুজ্জামান টিটু : [২] বিএনপির সংসদ সদস্য বলেন, প্রথম থেকেই তারা এই মহামারীকে তুলনা করলো মুক্তিযুদ্ধের সাথে। আমরা শুধু রাজনৈতিক ভাষণ দিলাম, আমাদের তাহাজ্জত পড়লে হবে না, আমাদের সরকার প্রধান অমুক এটাও হবে না। আমরা করোনার চেয়েও শক্তিশালী। হাস্যকর কথা মুক্তিযুদ্ধে জয় করেছি করোনা জয় করব। এসব বড় বড় কথা না বলে শুরু থেকেই যদি তারা কাজ করত তাহলে এ অবস্থা দাঁড়াতো না।
[৩] ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, জার্মানির চ্যান্সেলর তার দেশের জনগণের উদ্দেশ্যে বলেছেন আমি আতঙ্কিত, আপনারাও আতঙ্কিত হন। আমি আশংকা করছি ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে। কারণ এই রোগটি এতটাই মারাত্মক রকম ছোঁয়াচে। এর অর্থ হচ্ছে তিনি এই রোগটি সম্পর্কে মানুষকে গুরুত্ব বুঝাতে পেরেছেন। কিন্তু আমরা এক ধরনের তাইরে নাইরে মধ্যে আছি।
[৪] মঙ্গলবার প্রতিক্রিয়ায় বিএনপির এই সংসদ সদস্য এ কথা বলেন।