শিরোনাম
◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরাতে শেখ হাসিনার নির্দেশ, দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর: ওবায়দুল কাদের-হারুন অডিও ফাঁস

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত উমর আকমল

ইয়াসিন আরাফাত : [২] পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলকে তিন বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শৃঙ্খলারক্ষা কমিটি।

[৩] সোমবার কমিটির পক্ষে জানানো হয়, পিসিবি আকমলের বিরুদ্ধে দু'‌বার বোর্ডের নীতি লঙ্ঘনের অভিযোগ এনে এই সিদ্ধান্ত নিয়েছে।

[৪] আকমলের বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সেকথা তিনি কাউকে জানাননি। সম্প্রতি ২৯ বছর বয়সী আকমল সিদ্ধান্ত নেন তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে তিনি কোনও আবেদন করবেন না। এরপরই বোর্ড মামলাটি নিয়ে যায় শৃঙ্খলারক্ষা কমিটির কাছে।

[৫] এক টুইট বার্তায় পিসিবি জানায়, অবসরপ্রাপ্ত বিচারপতি ফজল–ই–মিরান চৌহানের নেতৃত্বে শৃঙ্খলারক্ষা কমিটি সকল ধরনের ক্রিকেট থেকে আকমলকে ৩ বছরের জন্য নির্বাসিত করেছে।

 

[৬] পিসিবির দুর্নীতি-বিরোধী নিয়মানুযায়ী, কোনও খেলোয়াড়কে কোনও স্পট ফিক্সিং সংক্রান্ত প্রস্তাব দিলেই তাকে তা দলের ম্যানেজার কিংবা শৃঙ্খলারক্ষা কমিটিকে জানাতে হবে। আইন অনুযায়ী, কোনও খেলোয়াড় দোষী প্রমাণিত হলে তাকে ছ'মাস থেকে সারা জীবন পর্যন্ত নির্বাসিত করা হতে পারে।

[৭] গত অক্টোবরে শেষবার পাকিস্তান‌ের হয়ে খেলা উমর আকমল জাতীয় দলের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওডিআই এবং ৮৪টি টি২০ খেলেছেন। চার মাস আগে শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে পাকিস্তানের হয়ে খেলার সময় দুবারই শূন্য রানে আউট হয়েছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়