শিরোনাম
◈ হাসনাতকে ঘাড়ে গুলির পরামর্শ দিলেন ভারতীয় সাবেক কর্নেল ◈ অগ্নিদগ্ধ ডেইলি স্টার ভবনের ছাদে আটকা পড়া সাংবাদিকদের ক্রেন দিয়ে উদ্ধার ◈ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাতভর শাহবাগ অবরোধ, সকালে যোগ দিলেন এনসিপি নেতারাও ◈ ভাঙচুর-অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ, সরকারকে পুরো দায় নিতে বললেন মির্জা ফখরুল ◈ চালক-যাত্রীদের অনুরোধেও সড়ক ছাড়েননি ছাত্র-জনতা ◈ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা ◈ তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু ◈ যেভাবে বিপ্লবী হয়ে উঠেছিলেন শরিফ ওসমান হাদি ◈ ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর (ভিডিও) ◈ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ (ভিডিও)

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত উমর আকমল

ইয়াসিন আরাফাত : [২] পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলকে তিন বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শৃঙ্খলারক্ষা কমিটি।

[৩] সোমবার কমিটির পক্ষে জানানো হয়, পিসিবি আকমলের বিরুদ্ধে দু'‌বার বোর্ডের নীতি লঙ্ঘনের অভিযোগ এনে এই সিদ্ধান্ত নিয়েছে।

[৪] আকমলের বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সেকথা তিনি কাউকে জানাননি। সম্প্রতি ২৯ বছর বয়সী আকমল সিদ্ধান্ত নেন তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে তিনি কোনও আবেদন করবেন না। এরপরই বোর্ড মামলাটি নিয়ে যায় শৃঙ্খলারক্ষা কমিটির কাছে।

[৫] এক টুইট বার্তায় পিসিবি জানায়, অবসরপ্রাপ্ত বিচারপতি ফজল–ই–মিরান চৌহানের নেতৃত্বে শৃঙ্খলারক্ষা কমিটি সকল ধরনের ক্রিকেট থেকে আকমলকে ৩ বছরের জন্য নির্বাসিত করেছে।

 

[৬] পিসিবির দুর্নীতি-বিরোধী নিয়মানুযায়ী, কোনও খেলোয়াড়কে কোনও স্পট ফিক্সিং সংক্রান্ত প্রস্তাব দিলেই তাকে তা দলের ম্যানেজার কিংবা শৃঙ্খলারক্ষা কমিটিকে জানাতে হবে। আইন অনুযায়ী, কোনও খেলোয়াড় দোষী প্রমাণিত হলে তাকে ছ'মাস থেকে সারা জীবন পর্যন্ত নির্বাসিত করা হতে পারে।

[৭] গত অক্টোবরে শেষবার পাকিস্তান‌ের হয়ে খেলা উমর আকমল জাতীয় দলের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওডিআই এবং ৮৪টি টি২০ খেলেছেন। চার মাস আগে শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে পাকিস্তানের হয়ে খেলার সময় দুবারই শূন্য রানে আউট হয়েছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়