শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর ◈ ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে ◈ যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু ◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে?

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত উমর আকমল

ইয়াসিন আরাফাত : [২] পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলকে তিন বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শৃঙ্খলারক্ষা কমিটি।

[৩] সোমবার কমিটির পক্ষে জানানো হয়, পিসিবি আকমলের বিরুদ্ধে দু'‌বার বোর্ডের নীতি লঙ্ঘনের অভিযোগ এনে এই সিদ্ধান্ত নিয়েছে।

[৪] আকমলের বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সেকথা তিনি কাউকে জানাননি। সম্প্রতি ২৯ বছর বয়সী আকমল সিদ্ধান্ত নেন তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে তিনি কোনও আবেদন করবেন না। এরপরই বোর্ড মামলাটি নিয়ে যায় শৃঙ্খলারক্ষা কমিটির কাছে।

[৫] এক টুইট বার্তায় পিসিবি জানায়, অবসরপ্রাপ্ত বিচারপতি ফজল–ই–মিরান চৌহানের নেতৃত্বে শৃঙ্খলারক্ষা কমিটি সকল ধরনের ক্রিকেট থেকে আকমলকে ৩ বছরের জন্য নির্বাসিত করেছে।

 

[৬] পিসিবির দুর্নীতি-বিরোধী নিয়মানুযায়ী, কোনও খেলোয়াড়কে কোনও স্পট ফিক্সিং সংক্রান্ত প্রস্তাব দিলেই তাকে তা দলের ম্যানেজার কিংবা শৃঙ্খলারক্ষা কমিটিকে জানাতে হবে। আইন অনুযায়ী, কোনও খেলোয়াড় দোষী প্রমাণিত হলে তাকে ছ'মাস থেকে সারা জীবন পর্যন্ত নির্বাসিত করা হতে পারে।

[৭] গত অক্টোবরে শেষবার পাকিস্তান‌ের হয়ে খেলা উমর আকমল জাতীয় দলের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওডিআই এবং ৮৪টি টি২০ খেলেছেন। চার মাস আগে শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে পাকিস্তানের হয়ে খেলার সময় দুবারই শূন্য রানে আউট হয়েছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়