শিরোনাম
◈ আওয়ামী লীগের দুজনকে ছাড়াতে ওসিকে যুবদল নেতার হুমকি, ‘আপনার রিজিক উঠে গেছে’ ◈ ৬’শ টাকায় যত খুশী ততবার ট্রেন ভ্রমণ, জানে না অনেকেই! (ভিডিও) ◈ আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ  ◈ হ‌কি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলা‌দেশ ৮-২ গো‌লে হে‌রে গে‌লো পাকিস্তানের কা‌ছে ◈ ফের গ্রিন কার্ডের জন্য কঠিন শর্ত দিলো যুক্তরাষ্ট্র ◈ সন্ত্রাসী‌দের ভ‌য়ে পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া নিজ দে‌শের ক্রিকেটারদের কড়া বার্তা দিলো লঙ্কান বোর্ড ◈ আর্চারিতে মিশ্র ই‌ভে‌ন্টে ভারতের কাছে হেরে রৌপ‌্য পদক জিতল বাংলাদেশ ◈ প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ ◈ যশোরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৪:০৭ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কারখানা চালু ঘোষণার পর ইলিশা ফেরিঘাটে রাজধানীমূখী শ্রমিকদের ভিড়

মাহমুদুল আলম : [২] কর্মস্থলে ফিরতে সোমবার সকাল থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটে ভিড় করে পোশাক শ্রমিকরা। পোশাক কারখানা সীমিত পরিসরে খুলে দেয়ার ঘোষণার পর শত শত মানুষ ফেরিঘাটে জড়ো হতে থাকে। কিন্তু যাওয়ার জন্য লঞ্চ কিংবা ফেরি না পেয়ে শ্রমিকরা ইলিশা ঘাটে অবস্থান নেয়। পরে পুলিশের বাধায় তারা বাড়ি ফিরে যান। ডিবিসি নিউজে এই তথ্য জানা গেছে।

[৩] প্রতিবেদনে বলা হয় সরেজমিনে ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় গিয়ে জানা যায়, গার্মেন্টসসহ কলকারখানা সীমিত পরিসরে চালুর ঘোষণায় ভোলা-লক্ষীপুর ফেরিঘাটে যাত্রীদের প্রতিদিন ভিড় বাড়ছে। সকাল থেকেই ফেরিতে করে লক্ষীপুর হয়ে ঢাকা-চট্রগ্রাম যাওয়া যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। যাদের মধ্যে ঢাকা ও চট্রগামের বিভিন্ন গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের সংখ্যাই বেশি। তবে, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় অনেকেই ঘাটে এসে ফেরিতে ভোলা ছাড়তে চেষ্টা করে নানা রকম দুভোর্গেও শিকার হচ্ছেন।

[৪] করোনাভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের পারাপারের জন্য ৩টি ফেরি সীমিত আকারে চলাচল করে। এই ফেরিতে করে যাত্রীরা পার হওয়ার চেষ্টা করলে পুলিশ ও কোস্টগার্ড তাদের ফিরিয়ে দিয়েছে।

[৫] শ্রমিকরা বলছেন, করোনাভাইরাসের কারণে শিল্পকারখানা বন্ধ করে দেয়া হয়। কাল থেকে আবারো শিল্প কারখানা চালুর ঘোষণা দেয়া হয়েছে। সেজন্য আমরা কর্মস্থলে যাওয়ার জন্য ইলিশা ঘাটে এসেছি। কিন্তু সকল প্রকার নৌ চলাচল বন্ধ থাকায় আমরা কর্মস্থলে যেতে পারছি না।

[৬] এখন সরকার কিংবা প্রশাসনের পক্ষ থেকে যদি আমাদেরকে কর্মস্থলে যাওয়ার ব্যবস্থা করে না দেয় তাহলে আমরা খুবই বিপদে পড়বো। সময় মতো যদি আমরা কর্মস্থলে যেতে না পারি তাহলে আমাদের চাকরিতে যোগদানের ভোগান্তি পোহাতে হবে।

[৭] জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারের নিষেধাজ্ঞা থাকায় কাউকে নদী পারাপার হতে দেয়া হচ্ছে না। যে সকল যাত্রীরা আসছেন তাদেরকে নিজ নিজ বাড়িতে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে বলেও জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়