শিরোনাম
◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ সিলেটে ফিলিং স্টেশনে আগুন ◈ শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী ◈ বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত সকল কার্যক্রম পরিচালনা করছে: মির্জা ফখরুল ◈ ক্যাসিনোহোতা সেলিম প্রধানের প্রার্থিতা বাতিল, দিতে হবে জরিমানা

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৪:০৬ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদ্যুৎ বিল, পানির বিল, এনআইডি কার্ড যদি ঘরে ঘরে পৌঁছায় তাহলে খাদ্যসামগ্রী নয় কেন প্রশ্ন আলালের

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির যুগ্ম মহসাচিব বলেন, সরকার প্রতিষ্ঠাগুলোর মধ্যে সমন্বয় করতে না পারার কারণে মানুষ খাবারের জন্য ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছে। কারণ ক্ষুধার যন্ত্রণা কাওকে মানে না। নিয়ম মানে না।

[৩] তিনি বলেন, সরকার খুব সহজেই মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পারতো। বিল যদি প্রতি মাসে সরকারি লোক বাসায় পৌঁছে দিতে পারে তাহলে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার সমস্যা কোথায়। আরেকটি বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের কাছে প্রত্যেকের এনআইডি কপি এগুলো যদি তারা মানুষের হাতে পৌঁছে দিতে পারে তাহলে ত্রাণসামগ্রী কেন ঘরে ঘরে পৌঁছে দিতে পারবে না।

[৪] আলাল বলেন, সরকার ঢাকা মহানগরসহ অন্য আরেকটি মহানগরীতেও করতে পারতো তাহলে জনগণের মধ্যে আশার সঞ্চার হতো যে না দুদিন পরে হলেও ত্রাণ সামগ্রী আমার বাসায় আসবে। কিন্তু সেটা হচ্ছে না ফলে এর ভয়াবহতা আরো তীব্র হবার আশংকা করছি।

[৫] তিনি বলেন, এটা সরকারের একার বিষয় না। আমরা বলেছি সরকারের সব সেক্টরের সঙ্গে সমন্বয়ের কথা। এখন সরকার বলতে যদি আওয়ামী লীগ মনে করে যুবলীগ-ছাত্রলীগ তা তো নয়। সরকার তো একটা বৃহৎ পরিসরে দেশ পরিচালনা করে। এখন ওনারা যদি মনে করেন আমরা আওয়ামী লীগ বলেই আমরা সরকার তাহলে হবে না।

[৬] সোমবার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়