ইসমাঈল হুসাইন ইমু: [২] পাবনা জেলার সাথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ৬ গ্রামে অসহায় ও নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিলো আলহাজ খোদেজা আমিন ফাউন্ডেশন-আকাফ। সোমবার আকাফের নিজস্ব অর্থায়নের নারিন্দা, সেলন্দা, জলডাঙ্গা, আটিয়াপাড়া, খিদিরগ্রাম ও পাথাইলহাট গ্রামের মানুষদের এসব খাদ্য সামগ্রী দেয়া হয়।
[৩] এসময় সাথিয়া উপজেলার নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নাগডেমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আকাফ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
[৪] আলহাজ খোদেজা আমিন ফাউন্ডেশন একটি অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন। শিক্ষা, স্বাস্থ্য ও যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মকান্ড ছাড়াও দুর্যোগ ও আপদকালীন সময়ে জনসাধারনের জন্য কাজ করে যাচ্ছে এই সংস্থাটি।