আরিফ হোসেন: [২] করোনার মহামারীতে লন্ড ভন্ড গোটা বিশ্ব। তালা ঝুলছে পৃথিবীর সকল ধর্মের উপাসনালয়ে, ঠিক সেই সময় মুসলিম উম্মার জন্য রমজান নিয়ে এসেছে রহমত, মাগফিরাত আর নাজাত হাসিলের সুযোগ। নিউজ ২৪
[২] পবিত্র নগরী মক্কায় প্রতিবছর লাখ লাখ মানুষ কাধে কাধ মিলিয়ে তারাবির নামাজ আদায় করতেন, তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। মুসলিমদের সবচেয়ে বড় এই ধর্মীয় স্থান হয়ে উঠেছে জনশূন্য।
[৩] রমজান মাস উপলক্ষে ভারতজুড়ে দেওয়া হচ্ছে কড়া নিষেধাজ্ঞা, সামাজিক দূরত্ব মেনে চলতে কড়াকড়ি দেশটির প্রশাসন। এমন অবস্থায় ঘরে বসেই পরিবার নিয়ে নামাজ আদায় করছেন অনেকেই।
[৪] ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে মসজিদে নামাজ আদায়ের উপর নজরদারি বাড়ানো হয়েছে।
[৫] মধ্যপ্রাচ্যে, আমেরিকা, আফ্রিকার বেশিরভাগ মসজিদগুলো বন্ধ রয়েছে, বেশ সাদামাটাভাবেই দেশগুলোতে শুরু হয়েছে মাহে রমজানের আগমন।
[৬] করোনার প্রকোপে ঘরের বাইরে অনেকে বের হতে না পারায় বাজারগুলোতে নেই হরেক রকম খাবারের আযোজন। তাইতো এবারের রমজানে মুসলিম উম্মার প্রধানতম চাওয়া, আগমনী রমজানের মতো মলীন চাঁদ নয় বরং উজ্জল চাঁদে ঘরে ঘরে আসুক ঈদের খুশি।