শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৫:২৩ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এশিয়া কাপের সূচি নিয়ে ভারত ও পাকিস্তানের কথার যুদ্ধ চলছেই

এল আর বাদল : [২] ক্রিকেটকে সামনে রেখে ভারত-পাকিস্তান দ্বৈরথ আবার সামনে চলে এলো। আইপিএল-এর জন্য এশিয়া কাপের সূচি বদল হবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

[৩] সেপ্টেম্বরে এশিয়া কাপ। বর্তমান পরিস্থিতিতে তা হবে কিনা এই প্রশ্ন থেকেই যাচ্ছে। অনিদিষ্টকালের জন্য পিছিয়ে গেছে আইপিএল। বিভিন্ন স্তরে ভাবনাচিন্তা করা হয়েছে বিরাট অঙ্কের আর্থিক লোকসান এড়াতে যে কোনও মূল্যে চলতি বছরেই আইপিএল করা হবে। তার জন্য আইসিসির ঘোষিত সূচিতে কিছু পরিবর্তন করা হতে পারে। এই সম্ভাবনা তৈরি হতে যুদ্ধংদেহি মনোভাব নিয়ে মাঠে নেমে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। - জি নিউজ

[৪] এক সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খান জানান, আমাদের অবস্থান একদম পরিস্কার। সেপ্টেম্বর হওয়ার কথা এশিয়া কাপ সেপ্টেম্বরেই হবে। আইপিএল-কে জায়গা দেওয়ার জন্য এশিয়া কাপকে সরিয়ে দেওয়া। এটা কোনওভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। একমাত্র স্বাস্থ্য এবং নিরাপত্তার কারণে সেই সময় এশিয়া কাপ বন্ধ থাকতে পারে। আমরা শুনেছি এশিয়া কাপ নভেম্বর-ডিসেম্বরে পিছিয়ে দেওয়ার কথাবার্তা চলছে। কিন্তু তা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। যদি এশিয়া কাপকে পিছিয়ে দেওয়া হয়, তবে এক সদস্যের সুবিধাকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। যেটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঠিক সিদ্ধান্ত হবে না। এতে আমাদের সমর্থন থাকবে না। -এনডিটিভি

[৫] এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। পাক বোর্ডের সিইও জানান, বছরের শেষে ঘরের মাঠে এবং বিদেশের মাটিতে পাকিস্তানের সিরিজ চলবে। ফলে সেই সময় তাদের পক্ষে এশিয়া কাপ আয়োজন করাও সম্ভব হবে না। সব মিলিয়ে এশিয়া কাপকে সামনে রেখে আবার ভারত-পাক দ্বৈরথ ঘিরে সরগরম ক্রিকেট বিশ্ব। -ইন্ডিয়ান এক্স্েরস

  • সর্বশেষ
  • জনপ্রিয়