শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের কারণে মেয়াদোত্তীর্ণ বিমার টাকা ৩০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ

ডেস্ক রিপোর্ট : [২] এ নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একইসঙ্গে প্রিমিয়াম ছাড়াই গ্রাহকের মোটর বিমার মেয়াদ ৪৫ দিন বাড়ানোর জন্য কোম্পানিগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।  ২৫ এপ্রিলের মধ্যে যেসব মোটর বিমা পলিসির মেয়াদ শেষ হবে, ওই গ্রাহকরা এই সুবিধা পাবেন। গতকাল এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে আইডিআরএ।

[৩] এতে আইডিআরএ বলেছে, মেয়াদোত্তীর্ণ পলিসির বিপরীতে প্রাপ্য দাবি ৯০ দিনের পরিবর্তে ৩০ দিনের মধ্যে প্রদান করতে হবে।  এক্ষেত্রে গ্রাহকের আবেদনের জন্য অপেক্ষা না করে করপোরেশন বা কোম্পানিগুলো ডাটাবেজ থেকে মেয়াদোত্তীর্ণ পলিসির তালিকা নিয়ে বিমা গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে অনলাইনে গ্রাহকের ব্যাংকে বিমা দাবির টাকা পরিশোধের ব্যবস্থা করতে হবে।

[৪] নির্দেশনায় আইডিআর আরও বলেছে, বাংলাদেশে বিমা প্রতিষ্ঠানগুলোতে এক কোটির বেশি বিমা গ্রাহক রয়েছে, যাদের মধ্যে অনেকের বিমা পলিসি মেয়াদোত্তীর্ণ হয়েছে। কিন্তু বিমার টাকা পাওয়ার কোনো উদ্যোগ গ্রহণ করতে পারছেন না। অনেকের বিমা পলিসির প্রিমিয়াম জমার সময় হয়েছে, কিন্তু চলাফেরায় বিধিনিষেধ থাকায় এবং কোম্পানি বা করপোরেশনের অফিস বন্ধ থাকায় প্রিমিয়ামের টাকা জমা দিতে অসুবিধা হচ্ছে। তাছাড়া মোটর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অনেকের পলিসি মেয়াদোত্তীর্ণ হলেও পলিসি রিনিউ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।  অন্যদিকে বিমা প্রতিষ্ঠানগুলো বিমা আইন-২০১০ ও কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় রিপোর্ট রিটার্ন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে দাখিল করতে পারছে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

[৫] ২৫ মার্চ থেকে ২৫ এপ্রিলের মধ্যে যেসব জীবন বিমা পলিসির গ্রেস পিরিয়ড শেষ হয়েছে, সেসব পলিসির জন্য গ্রেস পিরিয়ড আরও  ৪৫ দিন বাড়ানো হলো। এই সময়ে পলিসিগুলোর অধীনে বিমা ঝুঁকি অবিরত থাকবে এবং পলিসিগুলো চলমান হিসেবে বিবেচিত হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়