শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার প্রতিষেধক হয়তো কখনই মিলবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডেস্ক রিপোর্ট : [২] বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রতিদিন হাজার হাজর মানুষ মারা যাচ্ছেন। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা ঘুম হারাম করে উঠে পড়ে লেগেছেন ভাইরাসটির প্রতিষেধক আবিষ্কারে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এসব চেষ্টাতে কোনও লাভ হবে না। অদূর ভবিষ্যতে করোনার কার্যকরী কোনো প্রতিষেধক তৈরি হওয়ার নিশ্চয়তা নেই।

[৩] জনস্বাস্থ্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক এই সংস্থাটির বিশেষ দূত ডেভিড নাবারো একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, এটা ধরে নেওয়া ঠিক না যে, খুব শিগগিরই করোনাভাইরাসের কোনও কার্যকরী প্রতিষেধক তৈরি হয়ে যাবে। সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে জীবনযাপন শিখতে হবে।

[৪] তিনি বলেন, সব ভাইরাসেরই যে নিরাপদ এবং কার্যকরী কোনো প্রতিষেধক তৈরি হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। এমন অনেক ভাইরাস আছে যাদের প্রতিষেধক তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। সুতরাং আপাতত আমাদের এই ভাইরাসের বিপদের কথা মাথায় রেখেই জীবনযাত্রা বদলে ফেলতে হবে। আমাদের এখন সাবধানতা অবলম্বন ছাড়া আর কোনও উপায় নেই। অর্থাৎ কারো মধ্যে এই রোগের উপসর্গ দেখলে তাকে এবং যারা তার সংস্পর্শে এসেছেন তাদের আইসোলেশনে পাঠাতে হবে। বয়স্ক মানুষদের আগলে রাখতে হবে। আর এটাকেই স্বাভাবিক নিয়ম করে ফেলতে হবে।

[৫] সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ২২ হাজার ২৮৬জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৩৫ হাজার ৬৬১ জন। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২৪ জনের।

[৬] এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দশজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১০১ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন আরও ৪৯২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯৪৮ জনে।মানব কন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়