শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ঝুঁকি মোকাবিলায় উল্লাপাড়ার কাঁচাবাজার শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে স্থানান্তর

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ [২] করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উল্লাপাড়া পৌরশহরের মূল কাঁচাবাজার স্থানান্তরিত করে সরকারি আকবর আলী কলেজ মাঠে বসানো হয়েছে। সোমবার পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম কলেজ মাঠে এই কাঁচা বাজার উদ্বোধন করেন।

[৩] পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম জানান, উল্লাপাড়া কিচেন মার্কেটে অবস্থিত কাঁচা বাজারে কোনভাবেই লোকসমাগম ঠেকানো যাচ্ছিলনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিদিন ব্যাপক প্রচেষ্টা চালালেও জনগন তাতে সচেতন হচ্ছে না না। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের নির্দেশনায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় সামাজিক দুরুত্ব রক্ষার জন্য কলেজ মাঠে বাজারটি স্থানান্তর করা হয়েছে।

[৪] এদিকে উপজেলা প্রশাসনের নির্দেশনায় উল্লাপাড়ার ১৪টি ইউনিয়নের সকল কাঁচা বাজার পার্শ^বর্তী স্কুল ও কলেজ মাঠে বসানো হয়েছে। গত শুক্রবার থেকে ইউনিয়ন পর্যায়ে প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

[৫] পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, বেতকান্দি কাঁচা বাজার আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে, বন্যাকান্দি কাঁচা বাজার বন্যাকান্দি আলিম মাদ্রাসা মাঠে এবং শাহজাহানপুর কাঁচাবাজার শাহজাহানপুর গ্রামের মাঠে বসিয়েছেন।

[৬] শারীরিক দুরুত্ব বজায় রেখে দোকানগুলো সাজানো হয়েছে। লোকজনকেও স্বাস্থ্যবিধি মেনে বাজারে কেনা-বেচার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়