শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষের খেয়ে পরে বাঁচা ও চিকিৎসা পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, বললেন যতীন সরকার

আমিরুল ইসলাম : [২] এই শিক্ষাবিদ আরও বলেন, ১৯২০ সালে ইনফ্লুয়েঞ্জা রোগের কারণে যে মহামারি সৃষ্টি হয়েছিলো তাতে ভারতবর্ষে দেড় কোটি লোক মারা গিয়েছিলো। তারপর সেনসাসে দেখা গিয়েছিলো লোকসংখ্যা কমে গেছে। একশ বছর পর আরেকটি মহামারি আসলো। এই সংকট থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে। কিন্তু সর্বতোভাবে সবার পক্ষে ঘরে থাকা সম্ভব নয়। এর কারণে দেশের অর্থনীতিতে যে বিরাট ধস নামছে সেটা বলে শেষ করা যাবে না।
[৩] শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থা নয়, জাতিসংঘ যদি এ ব্যাপারে এগিয়ে না আসে তাহলে এ দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। কাজেই এ অবস্থায় সবাইকেই মিলে যাতে করে সাধারণ মানুষ খেয়েপরে বাঁচতে পারে এবং চিকিৎসা পায়, এই ব্যবস্থা করতে হবে। [৪] শুধু করোনাভাইরাস নয়, করোনার ভয়ে অন্য রোগীদের সঠিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে না। তারা ঘর থেকে বের হতে পারছেন না। এই অবস্থাতে বৈশ্বিকভাবে একটা দায়িত্ব গ্রহণ না করলে এটা কোনোভাবেই সেরে উঠবে বলে মনে হয় না।
[৫] করোনাভাইরাসের কারণে যে ত্রাণ ও সাহায্যের ব্যবস্থা করা হয়েছে সেখানে দুর্নীতি রয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে সমগ্র দেশ ও সরকার যদি কঠোর অবস্থান না নেয় তাহলে এমনটা হতেই থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়