শিরোনাম
◈ রোনালদোর রেকর্ড, হা‌ঙ্গে‌রির স‌ঙ্গে ড্র করায় বিশ্বকা‌পে ওঠার অপেক্ষা বাড়ল পর্তুগালের ◈ রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি : প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক ◈ সবার আগে ইউ‌রোপ থে‌কে ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড ◈ হোয়াইটওয়াশ হওয়ার পর মিরাজ : ইচ্ছা করে কেউ খারাপ খেলে না, আমরা এতটা খারাপ দল না ◈ বিশ্বকাপের আগে জাপানের কাছে হারলো ব্রাজিল  ◈ সিঙ্গাপুরের কাছে হে‌রে গে‌লো ভারত, এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের পথ আরও কঠিন হল সুনীলদের ◈ জুলাই সনদ চূড়ান্ত, যেসব বিষয়ে একমত বা ভিন্নমত রাজনৈতিক দলগুলোর ◈ মাতৃত্বকালীন ভাতা: অনলাইনে আবেদন পদ্ধতি ও শর্তাবলি ◈ ভেনেজুয়েলায় সোনার খনি ধসে ১৪ জনের মৃত্যু ◈ ব্যাটিং ব্যর্থতায় ডুবল বাংলাদেশ, আফগানিস্তানের কাছে চরম অপমানজনক হোয়াইটওয়াশ

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভয় উপেক্ষা করে আবারও মাঠে ফিরছে তুর্কমেনিস্তান লিগ

স্পোর্টস ডেস্ক : [২] সারাবিশ্বে আতঙ্ক ছড়ালেও হঠাৎ করেই মাঠে গড়িয়েছিলে তুর্কমেনিস্তান ফুটবল লিগ। কিন্তু শেষ পর্যন্ত আতঙ্কে বন্ধ হয়ে গিয়েছিল টুর্নামেন্ট। তবে দেশটিতে এখনো পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণ হয়নি। ফলে আবার মাঠে ফিরছে তুর্কমেনিস্তানে সর্বোচ্চ লিগ ‘ইয়োকারি লিগা’। এবং সেটি দর্শকপূর্ণ গ্যালারি নিয়েই।

[৩] মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের শীর্ষ লিগে ৮টি দল অংশ নেয়। করোনার কারণে ২০ মার্চ তাদের লিগ বন্ধ হয়। নতুন মৌসুমে তিন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে তখন। সে সময়ে দেশটির ফুটবল ফেডারেশন জানায়, দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনেই লিগ বন্ধ করেছে। তবে এক মাস পর লিগ মাঠে ফেরানোর সিদ্ধান্ত নিলো দেশটির ফেডারেশন।

[৪] যে কয়েকটি দেশ এখনো করোনা ঝুঁকিমুক্ত, সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত তুর্কমেনিস্তান তাদের একটি। কিন্তু স্বাস্থ্য সংস্থা ও দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা কানে না তুলেই দর্শকভর্তি গ্যালারি নিয়ে ফের শুরু হচ্ছে ইয়োকারি লিগা।

[৫] এদিকে, ইউরোপের দেশ বেলারুশেও ফুটবল লিগ চলছে। তবে কভিড-১৯ সংক্রমণের কারণে খেলা হচ্ছে দর্শকশূন্য গ্যালারিতে। তাকিজিস্তান লিগও ক্লোজডোরে শুরু হয়েছে। যদিও দেশটির কর্তৃপক্ষ দাবি করছে তাদের এখানে করোনা সংক্রমণ হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়