শিরোনাম
◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার এ দিনে কি করছে বিএনপি?

শিমুল মাহমুদ : [২] গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দিনের বেশিরভাগ সময় কাটে নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সাথে কথা বলে। সামর্থ্য যেটুকু আছে মানুষকে সাহায্য করছি। এছাড়া টেলিফোনে আত্বীয়স্বজন খোঁজ খবর নিচ্ছে, আমিও ফোন দিচ্ছি এভাবেই চলছে। বাকি সময় টেলিভিশন, পত্রিকা দেখে পার করছি। স্থায়ী কমিটির মিটিং এখন আর হচ্ছে না, তবে সবার সাথে ভিডিও যোগাযোগে কথা হচ্ছে।

[৩] ড. আব্দুল মঈন খান বলেন, রাজনীতিক কোনো কর্মকাণ্ড নয়। দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে, মানুষের এ কঠিন সময়ে তাদের পাশে দাড়ানোর। আমাদের যে সামান্যটুকু ক্ষমতা আছে এটুকু যেনো মানুষের উপকারে আসে সে কাজেই আমরা সময়টা দিচ্ছি।

[৪] তিনি আরো বলেন, বাসা থেকে বের হতে পারছি না। কাজ গুলো করতে হচ্ছে কো-অর্ডিনেশনের মাধ্যমে। গ্রামের বাড়িতে আমাদের কর্মী-সমর্থকরা দুটি কাজ করছেন। একটা হলো, মানুষকে সচেতন করা। অন্যটি ঘরে বসে, চাল, ডাল, আলু, তেল, সাবান, প্যাকেটজাত করে চুপচাপ তালিকা দেখে বাড়ি পৌছে দিচ্ছিন।

[৫] আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চসিক নির্বাচনে সময় নিজ এলাকা চট্টগ্রাম আসার পর আর ঢাকা ফেরা হয়নি। এ সময়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন গুলো ত্রানের কাজগুলো করছে। ড্যাব, জিয়াউর রহমান ফাউন্ডেশন সেবার কাজ গুলো করছে। আমার সেটা অনলাইনে স্কাইপিতে বসে তদারকি করছি এবং নির্দেশনা দিচ্ছি। ৫ লক্ষ পরিবারকে ইতিমধ্যে ত্রান দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেওয়া হবে। যদিও আমাদের সীমাব্ধতা আছে, আমরা তো আর সরকার না আর সরকারি দলও না।

[৬] তিনি জানান, দলটির স্থায়ী কমিটির মধ্যে নিয়মিত আলোচনা হচ্ছে তবে সেটা অনলাইন ফ্ল্যাটফমে। দেশের কোথায় কি অবস্থা, কি করলে মানুষের উপকার হবে এসব বিষয়ে। আমির খসরু বলেন, এতে একটা কাজ হয়েছে , সবসময় যে এক সাথে বসার দরকার নাই টেকনলজির আমাদের সেটা সময়টা আমাদের শিখেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়